VoiceBharat News images 2022 02 20T131439.335

দেশটাকে কি তালিবান মুলুক তৈরি করতে চান? আসাদউদ্দিন ওয়েসিকে প্রশ্ন ছুঁড়লেন আদিত্যনাথ যোগী। কেবল তাই নয়, ওয়েসির ওপর হামলাকারী অভিযুক্ত শচীন বর্মাকে পরোক্ষে সমর্থন জানিয়েছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী।

VoiceBharat News images 2022 02 20T131421.618


ভোটের প্রচার সেরে ফেরার পথেই এআইএমআইএম নেতা আসাদউদ্দিন ওয়েসির গাড়িতে অতর্কিতভাবেই ৪ রাউন্ট গুলি চালানো হয়। যদিও নেতার গায়ে গুলি লাগেনি, তবে হামলা তো হামলাই! প্রাণনাশের প্রকাশ্য চেষ্টাই বলা যায়। এই ঘটনায় শচীন বর্মা নামক এক ব্যক্তিকে দোষী বলে চিহ্নিত করেন ওয়েসি। এই শচীন বর্মাকে আদিত্যনাথ যোগী সমর্থন করছেন প্রকাশ্যেই! এমনটাই লক্ষ্য করা যায়।

যোগী আদিত্যনাথের মন্ত্রীসভার সদস্য সুনীল ভারালা গুলিকান্ডে অভিযুক্ত শচীনের বাড়িতে গিয়েছিলেন। ব্যাপারটা প্রকাশ্যে আসতেই তিনি দাবি করেন, “এই বিষয়ে নিরপেক্ষ তদন্ত হওয়া প্রয়োজন। আমরা ওই ছেলেটির পরিবারের সঙ্গে দেখা করে কথা বলতে গিয়েছিলাম, যেন নিরপরাধ কোনো মানুষকে শাস্তি দেওয়া না হয়।”

যোগীর মন্ত্রনালয়ের মন্ত্রী সুনীল ভারালা আরো বলেন, “এখনও প্রমাণিত নয় আদৌ ছেলেটি গুলি চালিয়েছিল কিনা, অথচ ওয়েসি ওর সম্পর্কে আক্রমণাত্মক কথা বলে চলেছেন। আমরা ছেলেটির পরিবারকে পূর্ণ সমর্থন দেওয়ার কথা জানিয়েছি।

VoiceBharat News pro 28 2
সম্প্রতি হিজাব-বোরখা বিতর্ক ঘিরে যোগীর সাথে ওয়েসির তরজা চরমে উঠেছে। বোরখা সমর্থন করার কারণে আদিত্যনাথ যোগী কটাক্ষ ছুঁড়েছেন, “উনি কি দেশটাকে তালিবান মুলুক বানাতে চান? এইসব বিষয়ে কথা বলতে হলে তা আফগানিস্তানে বলা উচিত।”

উল্লেখ্য, সাম্প্রতিক বিতর্ক চলাকালীন আসাদউদ্দিন বলেছিলেন, “হিজাব পরিহিতা মেয়েরা চিকিৎসক হচ্ছেন, জেলাশাসক হচ্ছেন, মহকুমা শাসক হচ্ছেন। একদিন হিজাব পরিহিতা মেয়েরা দেশের প্রধানমন্ত্রীও হবেন।” ওয়েসির এই বক্তব্য ঘিরেই যোগী ও বিজেপির সাথে মতান্তর চরমরূপ নেয়।

By Partha Roy Chowdhury (কিঞ্জল রায়চৌধুরী)

Partha Roy Chowdhury (Bengali: কিঞ্জল রায়চৌধুরী) is staff journalist VoiceBharat News. email: kinjol@voicebharat.com