VoiceBharat News IMG 20220327 202008 2

দ্বিতীয়বার মুখ্যমন্ত্রীত্বের পদে এসে উত্তরপ্রদেশের মানুষের জন্য বড় ঘোষণা করে দিলেন আদিত্যনাথ যোগী। আগামী ৩ মাসের জন্য রাজ্যের মানুষের জন্য বাড়তি ফ্রি রেশনের প্রকল্প বাড়িয়ে দিলেন। যোগীর ঘোষণার ঠিক পরেই টেক্কাটি ফেললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি যোগীর বিপরীতে সারা দেশেই ৬ মাসের জন্য ফ্রি বাড়তি রেশনের ঘোষণা করে দেন।

VoiceBharat News images 2022 03 27T200835.659 1

যোগী-মোদীর কি একে অপরের সাথে নীরব প্রতিযোগিতা চলছে? এই প্রশ্ন বিজেপি এড়ালেও রান্নার গ্যাস, পেট্রোপণ্য, ভোজ্য তেল ও নিত্তসামগ্রির দাম যে হারে বাড়ছে তাতে যে দরিদ্র মানুষেরা সমস্যায় পড়ছেন এটা তাঁদেরও জানা। প্রথম লকডাউন চলাকালীনই খাদ্যসুরক্ষা আইনের অন্তর্ভুক্ত ৮০ কোটি মানুষের জন্য ৫ কেজি বাড়তি রেশন ফ্রিতে দেওয়ার জন্যই ‘প্রধানমন্ত্রী গরীব কল্যাণ অন্ন যোজনা’ শুরু হয়। প্রধানমন্ত্রীর এই প্রকল্পের মেয়াদই রাজ্যে আরো ৩ মাস বাড়াতে চেয়েছেন যোগী। তবে সারা দেশের জন্য প্রধানমন্ত্রীর ঘোষণার ফলে সম্পূর্ণ ফোকাসটা সেদিকেই চলে গেল।

বিজেপির বক্তব্য অনুযায়ী, লকডাউন পরিস্থিতি এইমূহুর্তে না থাকলেও এখনও পর্যন্ত বেশিরভাগ মানুষই অর্থনৈতিক ভাবে বিপর্যস্ত রয়েছেন। সেসব দিক মাথায় রেখেই দেশের মানুষকে বাড়তি ফ্রি রেশন দেওয়ার প্রকল্প আরো ৬ মাস বাড়িয়েছে কেন্দ্র। যদিও এই রেশন নীতিকে চোখে ধুলো দেওয়াই মনে করছে কংগ্রেস।

VoiceBharat News images 2022 03 27T200929.871
কংগ্রেসের দাবি –ডিজেল , রান্নার গ্যাস, কেরোসিন সবেতেই প্রদেয় ভর্তুকি কমিয়ে দিয়েছে। একদিকে দিয়ে অন্যদিক থেকে নিয়ে নিচ্ছে কেন্দ্রীয় সরকার। তারই প্রতিবাদে আগামী ৩১ মার্চ ‘মেহেঙ্গাই মুক্ত ভারত’ অভিযানের ডাক দিয়েছে কংগ্রেস। এই আন্দোলনে বিভিন্ন রাজ্য ও জেলায় মিছিল, ধর্নার পাশাপাশি কংগ্রেস নেতারা জানিয়েছেন গ্যাস সিলিন্ডারে মালা পরিয়ে ঢাক,ঢোল, ঘন্টা বাজিয়ে প্রতিবাদ ব্যক্ত করবেন।

By Partha Roy Chowdhury (কিঞ্জল রায়চৌধুরী)

Partha Roy Chowdhury (Bengali: কিঞ্জল রায়চৌধুরী) is staff journalist VoiceBharat News. email: kinjol@voicebharat.com