VoiceBharat News IMG 20220314 224007

পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচনে ৪ রাজ্যেই পদ্মঝড়! বিশাল জয়, আর এই জয়ের ঠিক পরেই কেন্দ্রীয় সরকারি কর্মীদের বেতন ও ডিএ বৃদ্ধির ক্ষেত্রে বড় সিদ্ধান্ত নিতে চলেছে কেন্দ্রীয় সরকার।

VoiceBharat News IMG 20220314 223742


খবর সূত্র অনুযায়ী হোলির পূর্বেই কেন্দ্রীয় সরকারি কর্মীদের একটি বিশেষ ভাতা নির্ধারণ করতে চলেছে মোদী সরকার। প্রতিরক্ষা বিভাগের সিভিল ওয়ার্কারদের Risk allowance বৃদ্ধির ফলে সিভিলিয়নরা বার্ষিক হারে ১০০০ থেকে ৮০০০ টাকা পর্যন্ত বাড়তি বেতন পাবেন। এই মূল্যমান পদ অনুযায়ী নির্ধারিত হবে। পাশাপাশি কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের দীর্ঘদিনের আটকে থাকা ডিএ তো পাবেনই, একই সঙ্গে প্রচলিত ডিএ বা মহার্ঘ্য ভাতা বৃদ্ধির কথাও চিন্তাভাবনা করছে কেন্দ্রীয় সরকার।

VoiceBharat News IMG 20220314 223816
এপর্যন্ত কেন্দ্রীয় সরকারি কর্মীদের প্রায় দেড় বছরের ডিএ আটকে রয়েছে। পাঁচ রাজ্যের নির্বাচনের কারণেই তা আটকে ছিল বলে সরকারি তরফে প্রকাশ করা হয়েছে। তবে ভোট মিটে যাবার পর, চার রাজ্যে বিজেপিকে বিপুল জনসমর্থনের পর এবার আটকে থাকা ডিএ মেটাবার সিদ্ধান্ত নিতে আর কোনও অসুবিধা নেই বলে জানানো হয়েছে। এই সিদ্ধান্ত কার্যকর হলে জানুয়ারি ২০২০ থেকে জুন ২০২১ পর্যন্ত ডিএর টাকা পেতে পারেন কর্মচারীরা। পাশাপাশি ৩ শতাংশ ডিএ বৃদ্ধির কথাও চিন্তাভাবনা করছে মোদী সরকার।

VoiceBharat News IMG 20220314 223717
প্রচলিত ৩১ শতাংশ ডিএ-র সাথে ৩ শতাংশ যোগ হলে পদ অনুসারে বেতনের ক্ষেত্রে অনেকটাই লাভবান হবেন কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা। আনুমানিক হিসেবে কারুর বেতন ১৮ হাজার টাকা হলে তিনি ৫৫৮০ টাকার বদলে ৬১২০ টাকা পাবেন। এই সম্পর্কে ১৬ মার্চ নাগাদ সিদ্ধান্ত ঘোষণা করবে কেন্দ্রীয় সরকার।

By Partha Roy Chowdhury (কিঞ্জল রায়চৌধুরী)

Partha Roy Chowdhury (Bengali: কিঞ্জল রায়চৌধুরী) is staff journalist VoiceBharat News. email: kinjol@voicebharat.com