VoiceBharat News IMG 20220317 225321

হোলি মানেই রঙের উৎসব। এই দিনে রঙ মাখবেননা তাই কখনো হয়? তাছাড়া আপনার বারণ শুনছে কে! পাড়া পড়শি, অফিস কলিগ, বন্ধুবান্ধব সুযোগ বুঝে রঙ আপনাকে ঠিক মাখিয়ে দেবেই।
তবে আজকাল ভেজাল রঙের ফলে ত্বকের ক্ষতির কারণে অনেকেই দোলের দিন রঙ থেকে শতহাত দূরে থাকেন। এমনকি ভয়ে বাড়ি থেকেও বের হননা।

VoiceBharat News 160380716 close up photo of frustrated nervous girl feel fear about her boss see horrible mistake bite finger

কিন্তু এত সাবধানতা সত্ত্বেও জোর করে কেউ যদি রঙ মাখিয়েই দেয়, চিন্তার কিছু নেই। যারা রঙ খেলবেন তারা তো বটেই, আর যারা রঙ মাখতে ভয় পান বিশেষ করে তাদের জন্যই রইল রঙ তোলার ঘরোয়া কিছু টিপস।

১) রঙ খেলার পর মুখে আগেই কোনোরকম ফেসপ্যাক লাগাবেননা।তার আগে মুখে ভালো করে নারকেল তেল মেখে রাখুন বেশ কিছুক্ষণের জন্য।

২) ড্রাই ত্বকের ক্ষেত্রে দই আর বেসন খুবই কার্যকরী। দই ও বেসনের মিশ্রণে ফেস প্যাক বানিয়ে মুখে মেখে ২৫ মিনিট রাখুন তারপর ধুয়ে নিন।

VoiceBharat News IMG 20220317 225538
৩) অ্যামন্ড বাদামের গুঁড়োর সাথে মধু ও লেবুর রস মিশিয়ে প্যাক তৈরি করা লাগাতে পারেন। এটি ত্বকের পক্ষেও বিশেষ উপকারী।

VoiceBharat News IMG 20220317 225514
৪) হাতের কাছে চাইলেই যারা অ্যামন্ড কিংবা মধু যোগাড় করতে পারবেননা, তাদের জন্যও রয়েছে সহজ উপাদান। মুসুর ডালের সাথে কমলালেবুর খোসা বেটে পেস্ট বানিয়ে মুখে লাগান। শুকিয়ে টান ধরলে মুখ ধুয়ে ফেলুন। এছাড়াও পাকা কলা চটকে তাতে সামান্য পরিমাণে দুধ ও মধু মিশিয়ে মাখতে পারেন।

VoiceBharat News IMG 20220317 225453
৫) বেসনের সাথে চালের গুঁড়ো, হলুদ ও গোলাপ জল মিশিয়ে ত্বকে লাগান। হলুদ একটি জীবাণু নাশক উপাদান। ত্বকের পক্ষেও বিশেষ উপকারী।

৬) কোনোরকম প্যাক তৈরির ঝামেলা এড়াতে চাইলে অ্যালোভেরা (ঘৃতকুমারী)-র সাথে লেবুর রস মিশিয়ে লাগাতে পারেন।

VoiceBharat News IMG 20220317 225555
মনে রাখবেন, রঙ তোলার জন্য কোনওক্ষেত্রেই অতিরিক্ত ঘষাঘষি করবেননা, কটন বল দিয়ে হালকা করে মুছে নেবেন। তাহলে আর রঙের ভয়ে ঘরে দোর বন্ধ করে বসে থাকবেন কেন? বসন্ত উৎসবকে খুশিমনে রঙিন করে তুলুন।

By Partha Roy Chowdhury (কিঞ্জল রায়চৌধুরী)

Partha Roy Chowdhury (Bengali: কিঞ্জল রায়চৌধুরী) is staff journalist VoiceBharat News. email: kinjol@voicebharat.com