VoiceBharat News IMG 20220222 173805

অপটিক্যাল ইলিউশন অর্থাৎ দৃষ্টিবিভ্রম সম্পর্কে নতুন করে কিছু বলার নেই। কিছু জ্যামিতিক রেখাচিত্র বিশেষ অবস্থানে ব্যবহার করেই এইধরনের ভ্রম সৃষ্টি করা হয়। কখনও আবার দেখার অবস্থানের ওপরেই নির্ভর করে ইলিউশন। এই ছবিতেও তেমনটাই করা হয়েছে। আপনি এই চাকতিতে চোখ রাখলেই একটি সংখ্যা দেখতে পাবেন। (দেখুন তো কত সংখ্যা দেখছেন!) পরক্ষণেই দেখবেন আরো কয়েকটি সংখ্যা। রহস্য কী?

VoiceBharat News IMG 20220222 170930


প্রথমত সাদাকালো ঘনসন্নিবিষ্ট ডোরাকাটা দাগ দেওয়া এই গোলাকার চাকতিটি দেখেই ঘূর্ণমান বলে মনে হবে, যা আদৌ ঘুরছেনা। আপাত স্থির অথচ দৃষ্টিতে প্রভাব ফেলা এই ঘুরন্ত চাকতিতে আবছাভাবে ফুটে উঠছে পাশাপাশি কয়েকটি সংখ্যা! (এখন ঠিক কতগুলি সংখ্যা দেখছেন আপনি?)

সম্প্রতি benonwine নামক একটি ট্যুইটার হ্যান্ডেলে এই অপটিক্যাল ইলিউশনটি শেয়ার হয়েছে। আর ভাইরাল এই ছবিটিতে কতগুলি সংখ্যা রয়েছে, তা খুঁজতে গিয়ে নাকাল হচ্ছেন নেটনাগরিকরা। এর কারণ সংখ্যাগুলি একবার দৃশ্যমান পরক্ষণেই অদৃশ্য হয়ে যাচ্ছে। তাই উত্তরে কেউ বলছেন 528. কিন্তু অন্যরা বলছেন 5283. (আপনি কত দেখছেন?)

VoiceBharat News IMG 20220222 170930
এরপর অনেকে বলেছেন সংখ্যাটি 15283. এবার চাকতির ছবিটি কাছ থেকে দূরে নিয়ে দেখুন আরো বড় হচ্ছে সংখ্যার হিসেব।

একটি চাকতি তার মধ্যে কয়েকটি সমান্তরাল বক্ররেখার প্রলেপ যার মধ্যে খেলা করে যাচ্ছে আলোর অবস্থান। নিজের চোখকেই ধোঁকা খাওয়াচ্ছে এই বিভ্রম। উত্তর সঠিক হলে আনন্দের শেষ নেই। কিন্তু চূড়ান্ত উত্তর কে দেবেন! আসলে কোন সংখ্যাগুলি পাশাপাশি অবস্থান করছে?

VoiceBharat News IMG 20220222 170905

By Partha Roy Chowdhury (কিঞ্জল রায়চৌধুরী)

Partha Roy Chowdhury (Bengali: কিঞ্জল রায়চৌধুরী) is staff journalist VoiceBharat News. email: kinjol@voicebharat.com