VoiceBharat News IMG 20220307 125232

প্যালেস্টাইনে নিয়োজিত ভারতের রাষ্ট্রদূত মুকুল আর্যর রহস্যজনক মৃত্যুর খবর দিলেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। দূতাবাস থেকেই তাঁর মৃতদেহ পাওয়া গিয়েছে, জানান তিনি। ঠিক কীভাবে মৃত্যু হয়েছে তা ফরেন্সিক রিপোর্ট হাতে পাওয়ার আগে জানা সম্ভব নয়। তবে এই মৃত্যু স্বাভাবিক নয় সেইদিকেই মোড় নিয়েছে সন্দেহ।

VoiceBharat News 1646638500 mukul


প্যালেস্টাইনে ভারতের দায়িত্বপ্রাপ্ত মুকুল আর্যর পরিবারকে সমবেদনা জানিয়ে ট্যুইট করেছেন বিদেশমন্ত্রী এস.জয়শঙ্কর। তিনি লিখেছেন, “রমল্লায় ভারতের প্রতিনিধি মুকুল আর্যর মৃত্যুর খবর পেয়ে আমি শোকাহত।” শুধুই ট্যুইটবার্তা নয়, প্যালেস্টাইনে সশরীরে মুকুলের পরিবারের সাথে সাক্ষাৎ করেছেন তিনি। বিদেশমন্ত্রী জয়শঙ্কর আরো জানান, “খবর পেয়ে যখন আমাদের টিম ওঁর অফিসে পৌঁছোয় তখন মুকুলের শরীরে কোনো পালস ছিলনা। হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকরা অনেক চেষ্টা করেও তাঁকে বাঁচাতে পারেননি।

VoiceBharat News 367051 mukul arya biography
দিল্লী বিশ্ববিদ্যালয় এবং জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়ে অর্থনীতি নিয়ে পড়াশোনা করেছিলেন মুকুল আর্য। ২০০৮-এর ব্যাচের ‘ভারতীয় বিদেশ সেবা’ (Indian foreign service) থেকে অফিসার হিসেবে নির্বাচিত হয়েছিলেন।। এর আগে তিনি কাবুল ও মস্কোর ভারতীয় দূতাবাসে ভারতের প্রতিনিধিত্ব করেছেন। বর্তমানে প্যালেস্টাইনের ভারতীয় দূতাবাসে দায়িত্বপ্রাপ্ত অফিসার ছিলেন মুকুল আর্য।

VoiceBharat News IMG 20220307 152651
ভারতের রাষ্ট্রদূত মুকুল আর্যরা রহস্যজনক মৃত্যুতে প্যালেস্টাইনের রাষ্ট্রপতি আহমুদ আব্বাস ও প্রধানমন্ত্রী মোহাম্মদ শতায়েহ গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। প্যালেস্টাইনের ফরেন্সিক মেডিসিন মন্ত্রক এবং পুলিশ ও সরকারি অধিকর্তাদের উদ্দেশ্য জরুরি নির্দেশিকা জারি করা হয়েছে। বিষয়টিকে গুরুত্ব সহকারে দেখতে বলা হয়েছে।
মুকুলের আকস্মিক মৃত্যু সন্দেহজনক বলে মনে করছে বিদেশমন্ত্রক। কীভাবে মৃত্যু হয়েছে তা না জানা পর্যন্ত রহস্য ক্রমশই ঘনীভূত হচ্ছে।

By Partha Roy Chowdhury (কিঞ্জল রায়চৌধুরী)

Partha Roy Chowdhury (Bengali: কিঞ্জল রায়চৌধুরী) is staff journalist VoiceBharat News. email: kinjol@voicebharat.com