VoiceBharat News IMG 20220122 145623

ভূয়ো তথ্য প্রচার করে ভারতের ভাবমূর্তিকে কালিমালিপ্ত করার ষড়যন্ত্র ব্যর্থ করতে পাকিস্তানের বিরুদ্ধে আবারো ডিজিটাল স্ট্রাইক ভারতের। এবার ৩৫টি ইউটিউব চ্যানেল ও ভারতবিরোধী বিষয়বস্তু নির্ভর ওয়েবসাইট নিষিদ্ধ করেছে ভারত। শুক্রবারের সাংবাদিক সম্মেলনে তথ্য-সম্প্রচার মন্ত্রকের সচিব অপূর্ব চন্দ্র এই সিদ্ধান্তের কথা জানান।

VoiceBharat News IMG 20220122 143604


উল্লেখ্য, গত ডিসেম্বর মাসেও ২০টির মতো ইউটিউব চ্যানেলে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছিল। সংবাদ সংস্থা এএনআই  মারফত এই সিদ্ধান্ত জানা যায়।

এবার আরো ৩৫ টি স্যোশাল মাধ্যম ও ইউটিউব চ্যানেলের বিরোধিতা করে অপূর্ব চন্দ্র বলেন, “দেশবিরোধী এইসব ওয়েবসাইট, ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজগুলিতে প্রচুর ফলোয়ার এবং ১২০ কোটির বেশি ভিউ ছিল। যেখানে ভারতের বিরুদ্ধে ভূয়ো তথ্য ও খবর প্রচার করা হচ্ছিল। এবং এই সবকটি অ্যাকাউন্টই পাকিস্তানের।” এমনটাই জানিয়েছে তথ্য-সম্প্রচার মন্ত্রক।

এছাড়াও তথ্য-সম্প্রচার মন্ত্রকের আরো এক সচিব বিক্রম সাহাইয়ের মতে, ৩৫ টি ইউটিউব চ্যানেল, ২টি ট্যুইটার ও ২টি ইনস্টাগ্রাম হ্যান্ডেল এবং ১টি ফেসবুক পেজ ও ২টি ওয়েবসাবট ব্যান করা হয়েছে।

VoiceBharat News IMG 20220122 144947

এরা প্রত্যেকেই ভারতের বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিত ভাবে অপপ্রচার চালিয়ে আসছিল বলে জানান তিনি।
নানান ভূয়ো তথ্য সম্বলিত খবর ও নকল ভিডিও প্রচার, সেনাপ্রধান বিপিন রাওয়াত সম্পর্কে অপপ্রচার করে ভারতের ভাবমূর্তিকে কলঙ্কিত করার চেষ্টা চলছিল ওইসব চ্যানেল ও পেজগুলিতে। গোয়েন্দা সংস্থা মারফত তদন্ত চালিয়ে এই ভারতবিরোধী সাইবার ক্রাইম রোধ করার উদ্দেশ্যেই এই কঠোর পদক্ষেপ নিল ভারত।

By Partha Roy Chowdhury (কিঞ্জল রায়চৌধুরী)

Partha Roy Chowdhury (Bengali: কিঞ্জল রায়চৌধুরী) is staff journalist VoiceBharat News. email: kinjol@voicebharat.com