VoiceBharat News IMG 20220313 125521

রাজ্যের তরফ থেকে নোটিশ জারি করে বলা হয়েছিল মালদা, মুর্শিদাবাদ সহ সাতটি জেলায় মাধ্যমিক পরীক্ষার হল-সংলগ্ন এলাকায় ইন্টারনেট পরিষেবা বন্ধ থাকবে। হোয়াটসঅ্যাপে প্রশ্নপত্র ফাঁস এড়ানোর জন্যই এমন নির্দেশ দিয়েছিল রাজ্যসরকার। রাজ্যসরকারের এই নোটিশের বিরুদ্ধেই প্রশ্ন তুলে হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের করা করা হয়।

VoiceBharat News Calcutta high court


হাইকোর্টের এই মামলায় রাজ্যসরকারের নোটিশ সংক্রান্ত নথিপত্র জমা দেয় মধ্যশিক্ষা পর্ষদ ও রাজ্যসরকার। রাজ্যের নিযুক্ত অ্যাডভোকেট জেনারেল বিচারককে জানান, ‘আগেরবার মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকের সময়ে ইন্টারনেট চালু রাখার ফলে হোয়াটসঅ্যাপ মারফত প্রশ্নপত্র ফাঁস হয়েছিল, তাই এই পদক্ষেপ নিয়েছে সরকার।’ এই নোটিশ অনুযায়ী পরীক্ষা চলার সময় অর্থাৎ ১১টা থেকে ৩:৪৫ পর্যন্ত পরীক্ষাকেন্দ্র ও তার আশেপাশের এলাকায় ইন্টারনেট বন্ধ থাকবে।

VoiceBharat News 1609970852 5ff634a449a36 madhyamik
রাজ্যসরকারের এই নোটিশের বিরুদ্ধেই জনস্বার্থ মামলা দায়ের হয়েছে। বিচারপতির প্রশ্ন অনুযায়ী, ‘পরীক্ষার হলে মোবাইলফোন নিয়ে যাওয়া নিষিদ্ধ, তাহলে ইন্টারনেট ব্যবহার করবেই বা কে?’ এই প্রশ্নের সূত্র ধরেই জনস্বার্থ মামলাকারী আইনজীবি বলেন,’এতদিন ধরে ইন্টারনেট বন্ধ করার প্রয়োজন পড়েনি, তবে আজ হঠাৎ এই সিদ্ধান্ত কেন?’ তিনি প্রশ্ন রাখেন, ‘রিভিউ কমিটির তাহলে কাজ কী? বরং এব সিদ্ধান্তের কারণে জনজীবন ব্যাহত হচ্ছে।’

VoiceBharat News fotojet 2022 03 10t214025.090
উল্লেখ্য, রাজ্যসরকারের এই সিদ্ধান্তে বিরোধী দলগুলিও ইতিমধ্যে সরব হয়েছিল। তাদের প্রশ্ন ছিল ইন্টারনেট পরিষেবা বন্ধ করলে আশপাশের এলাকার মানুষজন সমস্যায় পড়বেন। তবে এদিন হাইকোর্টে রাজ্যের আইনজীবি প্রশ্নের সদুত্তর দিতে না পারায় ইন্টারনেট পরিষেবা বন্ধের নোটিশে স্থগিতাদেশ জারি করেছে হাইকোর্ট।

প্রসঙ্গত, ইন্টারনেট পরিষেবা বন্ধের পাশাপাশি আরো একটি নিয়ম জারি করেছিল পর্ষদ ও রাজ্যসরকার। সেটি হলো, কোনো পরীক্ষার্থী পরীক্ষা শুরুর পর ১ ঘন্টা ১৫ মিনিট পর্যন্ত স্কুলের বাথরুমে যেতে পারবেনা। যে নিয়মের বিপক্ষে ইতিমধ্যে কিছ অভিভাবক আপত্তি তুলতে শুরু করেছেন।

By Partha Roy Chowdhury (কিঞ্জল রায়চৌধুরী)

Partha Roy Chowdhury (Bengali: কিঞ্জল রায়চৌধুরী) is staff journalist VoiceBharat News. email: kinjol@voicebharat.com