VoiceBharat News IMG 20220406 230143

সত্যজিৎ রায়ের ফেলুদা সিরিজের সাথে ‘জটায়ু’ চরিত্রটি অবিচ্ছেদ্য। কমবেশি সকলেই জানেন সত্যজিৎ রায়ের একমাত্র এবং অদ্বিতীয় জটায়ু ছিলেন কিংবদন্তি অভিনেতা সন্তোষ দত্ত। সন্তোষ দত্ত মারা যাওয়ার পর হাজার অনুরোধ সত্ত্বেও আর ফেলুদা সিনেমা করতে রাজি হননি সত্যজিৎ রায়।

VoiceBharat News images 2022 04 06T225259.517

এরপর তাঁর পুত্র সন্দীপ রায়ের অনেকগুলি সিনেমায় এবং টেলিফিল্মে দর্শক তিনজন জটায়ুকে পেয়েছেন। এবার সংযোজিত হতে চলেছে আরো একটি নাম। তিনি কি পরেশ রাওয়াল! হ্যাঁ, সিনেপাড়ায় ইতিমধ্যেই আলোচনা শুরু হয়েছে পরেশ রাওয়ালকে নিয়েই। তিনিই নাকি হতে চলেছেন সন্দীপ রায়ের নবতম ‘জটায়ু’ অর্থাৎ লালমোহন গাঙ্গুলী।

VoiceBharat News images 2022 04 06T225718.422
সত্যজিতের পরে ফেলুদার ৩০ টি গল্প নিয়ে পুনরায় টেলিভিশনে হাজির হন সন্দীপ রায়। এই পর্বে দর্শকরা তিনজন জটায়ুকে পেয়েছেন। দুঃখদায়ক এবং একইসঙ্গে রোমহর্ষক ঘটনা হলো–তিনজনেই জটায়ু চরিত্রে অভিনয় করতে করতেই মারা যান। প্রথমে রবি ঘোষ, তারপর অনুপ কুমার এবং সর্বশেষ বিভূ ভট্টাচার্য।

VoiceBharat News IMG 20220406 230843
রবি ঘোষ এবং অনুপ কুমার অসামান্য অভিনেতা এবং দুর্দান্ত কমেডিয়ান হলেও জটায়ু চরিত্রে যেন ঠিকমতো খাপ খাওয়াতে পারেননি। তুলনামূলকভাবে বিভূ ভট্টাচার্য তাঁর অনবদ্য ইনোসেন্ট অ্যাপিয়ারেন্স এবং কমিক ডেলিভারি দিয়ে অধিকাংশ দর্শকমনে জায়গা করে নিয়েছিলেন বেশি। বিভূ ভট্টাচার্যের শেষ ছবি ফেলুদা সিরিজের ‘রয়্যাল বেঙ্গল রহস্য।’

VoiceBharat News images 2022 04 06T231135.384
এরপরেও জোড়া কাহিনী নিয়ে সন্দীপ রায় ফেলুদা সিনেমা করেছেন। তবে তাতে জটায়ু-র উপস্থিতি ছিলনা। আর জটায়ু ছাড়া যে ফেলুদা ঠিক জমেনা একথা স্বয়ং সত্যজিৎ রায় নিজেই বলে গিয়েছেন। জটায়ু শুধু ফেলুদা-তোপসের সহায়ক বন্ধুই নয়, এক অনবদ্য কমিক রিলিফ যা বাংলা গোয়েন্দা-কাহিনীর সাহিত্যে ও সিনেমায় সত্যিই দুর্লভ।
সম্প্রতি ‘হত্যাপুরী’ গল্পটি নিয়ে সিনেমা করতে চলেছেন সন্দীপ রায়। নতুন ফেলুদা চরিত্রে প্রথমে ইন্দ্রনীল সেনগুপ্তের নাম শোনা গেলেও পরে অনির্বান ভট্টাচার্যর নাম আন্দাজ করা যাচ্ছে! কিন্তু জটায়ুকে নিয়েই চলছিল জল্পনা। বিভূ ভট্টাচার্যের পর কে হবেন সন্দীপের পর্দার জটায়ু?

VoiceBharat News images 2022 04 06T225850.172

প্রায় গোয়েন্দার মতোই তীক্ষ্ণ দৃষ্টি রাখা চলছিল সিনেপাড়ায়। আর সেই নজরেই দেখা গিয়েছে কলকাতায় শ্যুটিং করতে এসেছেন বলিউডের দাপুটে অভিনেতা পরেশ রাওয়াল। সন্দীপ রায়ের বাড়িতে গিয়ে দেখাও করেছেন তিনি। এরপরেই জোরালো হয়েছে জল্পনা। তবে সত্যিই যদি পরেশ রাওয়াল ‘জটায়ু’ চরিত্রে অভিনয় করেন, দর্শকের প্রত্যাশা বাড়বে বলেই মনে করা যায়। কারণ হেরাফেরির ‘বাবুরাও’ চরিত্রের নির্ভেজাল কমেডি বাঙালি অবাঙালি নির্বিশেষে প্রায় সকল ছবির দর্শকের মনেই ছাপ রেখেছিল।

 

VoiceBharat News images 2022 04 06T231433.697

সেই পরেশ রাওয়ালই কি ‘দ্য গ্রেট গ্রেট লালমোহন গাঙ্গুলী ওরফে জটায়ু’ হতে চলেছেন? জানতে হলে মে মাসে ‘হত্যাপুরী’-র শ্যুটিং শুরু পর্যন্ত অপেক্ষা করতে হবে।

By Partha Roy Chowdhury (কিঞ্জল রায়চৌধুরী)

Partha Roy Chowdhury (Bengali: কিঞ্জল রায়চৌধুরী) is staff journalist VoiceBharat News. email: kinjol@voicebharat.com