VoiceBharat News images 2022 02 06T130718.435

গত বিধানসভা নির্বাচনের পর একদিকে যখন বিপুল জয়ের আনন্দ ঠিক সেই সময়েই নারদা কান্ডে গ্রেপ্তার হয়েছিলেন মেয়র ফিরহাদ হাকিম। সম্প্রতি এক বৃহত্তম সংবাদ মাধ্যমের লাইভ সাক্ষাৎকারে সেই অধ্যায়টিকে স্মরণ করে অনুতাপ জানালেন মেয়র। তবে যেহেতু বিষয়টি এখনও আদালতের বিচারাধীন রয়েছে, তাই সরাসরি কোনও মন্তব্য করতে তিনি রাজি হননি। শুধু সেই সময়ের ঘটনাটির প্রতিক্রিয়া ব্যক্ত করে জানিয়েছেন তিনি নির্দোষ, এবং বিষয়টি ভাবলেই অনুতাপে দগ্ধ হন ফিরহাদ হাকিম।

VoiceBharat News IMG 20220201 155801


ফিরহাদ জানান, “একবারই অনুশোচনা হয়েছে। আমি ইকবাল আহমেদের কথা বিশ্বাস করেছিলাম। একজন বন্ধুকে বিশ্বাস করেছিলাম। এটা আমার জীবনে একটা কলঙ্ক হিসেবে রয়ে গিয়েছে। রাজনৈতিক জীবনে এই কলঙ্কের বড় দাম দিতে হয়েছে আমায়।”

এই অন্ধকার অধ্যায় মনে করলেই তিনি মানসিক যন্ত্রণায় পীড়িত হন। জানান, “যখন একা থাকি, নিশ্চিতভাবে খুবই অনুশোচনা হয়। আমার নিষ্কলঙ্ক রাজনৈতিক জীবনে ওই ঘটনা কালির দাগ ফেলে দিয়েছে। আমি দোষী ছিলামনা, আমাকে ফাঁসানো হয়েছিল।”

VoiceBharat News IMG 20220131 125637
তবে তৃণমূল নেতা ফিরহাদ হাকিম আশাবাদী। দেশের আইনের ওপর অগাধ আস্থা পোষণ করেন। তাঁর মতে, “রাজীব গান্ধী যেমন বোফর্স মামলায় নির্দোষ প্রমাণিত হয়েছিলেন, আশা রাখি মৃত্যুর আগে আমিও তেমনভাবে ক্লিনচিট পাব।”

শুধু রাজনৈতিক জীবনেই তো নয়, পারিবারিক জীবনেও এই নিন্দনীয় অধ্যায়ের প্রভাব পড়েছিল। ফিরহাদ হাকিম বলেন, “আমিও তো কারো স্বামী, কারো বাবা, কারো কাকা বা দাদু — স্বাভাবিক ভাবেই খারাপ তো লাগেই। তবে আমার বিশ্বাস আমি সুবিচার পাবই। সেদিন আমার মেয়ে, আমার নাতনি আমাকে নিয়ে অহঙ্কার, গর্ব ফিরে পাবে।”

By Partha Roy Chowdhury (কিঞ্জল রায়চৌধুরী)

Partha Roy Chowdhury (Bengali: কিঞ্জল রায়চৌধুরী) is staff journalist VoiceBharat News. email: kinjol@voicebharat.com