Categories: Current IndiaPolitics

বিজেপির সুফারিশে হলেন মাদ্রাস হাইকোর্টের জাজ!

বিজেপির সুফারিশ পেয়ে হলেন মাদ্রাস হাইকোর্টের জাজ! আজকাল কি তবে এই ভাবেই পাওয়া যায় কোনো উচ্চপদস্থ চাকরি? কোনো দলকে সমর্থন করলেই কি পাওয়া যায় সুযোগ সুবিধা!
আইনজীবী লক্ষণ চন্দ্র ভিক্টোরিয়া গৌরির নিয়োগের আর্জি জানান হয়েছে কেন্দ্রীয় সরকার থেকে । গত সোমবার ৬ ফেব্রুয়ারি মাদ্রাজ হাই কোর্টে অতিরিক্ত বিচারক এর পদে নিয়োগ করার জন্য আর্জি জানানো হয় কেন্দ্রীয় সরকার থেকে, জানা গিয়েছে আইনজীবী লক্ষ্মণ চন্দ্র ভিক্টোরিয়া গৌরির সম্পর্ক রয়েছে ভারতীয় জনতা পার্টির সাথে।


কিন্তু কেনো তাকে নিয়োগ করার জন্য জানাতে হলো আর্জি? তার ভারতীয় জনতা পার্টির সাথে সম্পর্ক থাকার জন্য নাকি মুসলিম ও খ্রিস্টান দের জন্য তার “ঘৃণাত্মক বক্তৃতা”! ইতি মধ্যেই এই কথা মাদ্রাস হাইকোর্টের বার অ্যাসোসিয়েশন এর কাছে পৌঁছাবে বিষয় টি নিয়ে ব্যাপক সমালোচনা চলছে। সোমবার সুপ্রিম কোর্টও আসন্ন শুক্রবারের জন্য তার নিয়োগের বিরুদ্ধে আবেদন তালিকাভুক্ত করতে সম্মতি দিয়েছে।
গত ১৭ জানুয়ারি আইজীবি লক্ষণ চন্দ্র ভিক্টোরিয়া গৌরি কে মাদ্রাস হাইকোর্টের বিচারক হিসাবে নিয়োগ করার সুপারিশ জানায় সুপ্রিমকোর্ট কলেজিয়াম।

এর পরিপ্রেক্ষিতে, ১লা ফেব্রুয়ারি, রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এবং কলেজিয়ামের কাছে চিঠি লিখে রাষ্ট্রপতি গৌরির নিয়োগের সুপারিশকারী ফাইলটি ফেরত দেওয়ার এবং সুপারিশ প্রত্যাহার করার দাবি জানান মাদ্রাজ হাইকোর্ট বারের আইনজীবীরা।
গৌরির সাথে বিজেপি র লিংক রয়েছে এটা জানায় –
১. ২০১০ সালে ৮ই অক্টোবর তিনি কেরালায় বিজেপির মহিলা শাখার রাজ্য ইনচার্জ নিযুক্ত হন।
২. 2014 সালের সাধারণ নির্বাচনের দৌড়ে তামিলনাড়ুতে জাতীয় দলের হয়ে প্রচার করেছিলেন।
৩. গৌরির টুইটার অ্যাকাউন্ট (অজাচাইকৃত) এর বায়ো থেকে জানাযায় তিনি বিজেপি মহিলা মোর্চার জাতীয় সাধারণ সম্পাদক।


তিনি বিভিন্ন বিতর্কিত মন্তব্য জড়িয়েছেন। তার মতামত যদি মুসলিম সবুজ সন্ত্রাসের রং হয় তবে খ্রিস্টান রা সাদা সন্ত্রাসী। বিশেষ করে তার মনে হয় হিন্দু দের সাথে অন্য ধর্মাবলমবীদের বিবাহ বা প্রেম লাভ জিহাদ এর একটা অংশ
তার এই বিচার গুলি সমালোচনা পূর্ণ।
তিনি হাইকোর্টের বিচারক হলে সংখ্যা লঘু রা কি উচিত এবং সঠিক বিচার পাবে বলে ধারণা করা টাই ভাবা দায়।সাম্প্রদায়িকতার মধ্যে নির্দোষ দের সঠিক বিচার না হওয়ার অসংখা থেকে যেতে পারে।
এই নিয়ে আলোচনা চলছে মাদ্রাস হাইকোর্ট বার অ্যাসোসিয়েশন এর মধ্যে।

Nisha Das

Nisha Das, Publisher Of VoiceBharat News nisha@voicebharat.com

Recent Posts

বিদেশের মাটিতে কি তৈরি হচ্ছে হিন্দুরাষ্ট্র ! কি এর সত্যতা?

ভারতে বেশ কিছু হিন্দু দের দাবি রয়েছে তারা একদিন ভারত কে হিন্দু রাষ্ট্র হিসাবে পরিচয়…

1 year ago

সোশাল মিডিয়ায় বর্বরতার ভিডিও ভাইরাল! আটক ৪ জন

আজও কিছু মানুষের মধ্যে দেখা যায় বর্বরতার। আসামে হাইলাকান্ডির ঘটনা ৪জন কে আটক করে পুলিশ।…

1 year ago

অচলাবস্থা থেকে নিস্তার পাবে সংসদ! আদানি ইস্যু তে হবে আলোচনা

কয়েকদিন ধরেই বেশ তোলপাড় চলছে সংসদ হচ্ছে একের পর এক বৈঠক মুলতুবি। সংসদ ভবন হোক…

1 year ago

রাজ্য জুড়ে চলছে রেশনের ধর্মঘট! দিল্লি চলো ডাক তুলেছেন রেশন ডিলাররা!

রাজ্য জুড়ে চলছে রেশনের ধর্মঘট। জানা গিয়েছে আগামী ৭২ ঘণ্টা কেউ পাবেন না রেশন। কিন্তু…

1 year ago

বিয়ে করছেন সিদ্ধার্থ এবং কিয়ারা! জানুন কবে কোথায়?

বলিউডে লাভ বার্ডস দের মধ্যে আরেকটি জুটি বিবাহ বন্ধনে আবদ্ধ হতে চলেছেন। শুরু তে এই…

1 year ago

বিশ্বের সেরা ১০ টি সুন্দর ভ্রমন উপযোগী দেশের মধ্যে কি আছে ভারত?

বিশ্বে 196টি দেশ রয়েছে, প্রত্যেকটির নিজস্ব সংস্কৃতি, ইতিহাস এবং আকর্ষণ রয়েছে। যদিও সারাজীবনে সেগুলিকে দেখা…

1 year ago