Mahmudur Rashid Bangladeshi Singer

ইদানিং কালে নিজের প্রচারের জন্য টাকা খরচ করে বিভিন্ন প্রচার প্রচারনায় ব্যাস্ত মানুষ! আজকাল ফেসবুকে ডুকলেই প্রচুর পরিমানে ভুয়া সেলিব্রেটি দেখতে পাওয়া যায় তাদের নামের সাথে আবার নিল টিক বা Blue Badge ও দেখতে পাবেন, প্রফাইলে ডুকলেই দেখবেন গায়ক!

এমনি একটি ব্যাপারে চোখ আটকে যায় আমাদের , তদন্তে নামে আমাদের টেকনিক্যাল টিম। বেরিয়ে আসে কেচো খুরতে কেউটে । তেমনি একজনকে পাওয়া গেলো নাম মাহমুদুর রশীদ অথবা Mahmudur Rashid , গুগলে এই নামে সার্চ করলে যা ডাটা পাওয়া যাবে তার প্রায় ১০০% ই যে টাকার বিনিময়ে করা প্রমোশোনাল পোস্ট তা সহজেই বুঝতে পারবেন।

Mahmudur Rashid - Bangladeshi Singer

তাই এবারের অনুসন্ধানের নাম আমরা দিয়েছি  “Mahmudur Rashid is The Fake Singer” .

চিরনি তল্যাসি করেও আমরা তার গাওয়া কোন গান পাইনি অথচ তিনি নিজেকে সোসাল মিডিয়ায় গায়ক বলে দাবি করে যাচ্ছেন তা অতি হাস্যকর ।   অর্থাৎ চেস্টা চলছে ফেসবুকে নিল টিক নেওয়ার ।

এখানে প্রশ্ন থেকে যায় , যে একটি মাত্র চিহ্ন সোসাল মিডিয়াতে সেলিব্রেটিদের নিরপদ রাখছে সেই একটি মাত্র চিহ্ন যদি সহজ লোভ্য হয়ে যায় তাহলে সেলিব্রেটিদের প্রপ্য সন্মান কোথায় গিয়ে পৌছাবে?

আমরা আমাদের নিউসমেইল থেকে ফেসবুক কে ইতিমধ্যেই ইমেইল করেছি এই বিষয়ে খতিয়ে দেখার জন্য । এই বিষয়ে সর্বশেষ আপডেট পেতে চোখ রাখুন আমাদের পাতায় !

 

By Nisha Das

Nisha Das, Publisher Of VoiceBharat News nisha@voicebharat.com