সম্প্রতি এক সমীক্ষার রিপোর্ট বলছে এইমূহুর্তে গ্রহনযোগ্যতা ও জনপ্রিয়তার বিচারে নেতা হিসেবে সবার শীর্ষে রয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এমনকি আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেনকেও জনপ্রিয়তায় ছাপিয়ে গিয়েছেন তিনি। টেক্কা দিয়েছেন কানাডার রাষ্ট্রীয় নেতা জাস্টিন ট্রুডোকেও!
আমেরিকার ডেটা ইন্টালিজেন্স সংস্থা Morning consultant political intelligence এক সমীক্ষার রিপোর্ট প্রকাশিত করেছে। বিশ্বের ১৩টি দেশের উচ্চনেতাদের মধ্যে তুলনামূলক বিচার করে এই গ্লোবাল রেটিংসের সমীক্ষাটি করা হয়। সেখানে দেখা যাচ্ছে দেশের নেতা হিসেবে জো বাইডেন, বরিস জনসন, জাস্টিন ট্রুডো সহ বিশ্বের বাঘা বাঘা নেতাদের হারিয়ে ৭২ শতাংশ রেটিংস পেয়ে সবার শীর্ষে রয়েছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নাম।
অন্যান্য দেশগুলির মধ্যে দ্বিতীয় ও তৃতীয় অবস্থানে যথাক্রমে মেক্সিকোর প্রেসিডেন্ট লোপেজ ওব্রাডোর (৬৪ শতাংশ) এবং ইতালির প্রধানমন্ত্রী মারিও ড্রাঘি (৫৭ শতাংশ)।
রিপোর্টে প্রকাশিত তালিকা অনুযায়ী এই তিন নেতা ছাড়া প্রায় সকলেই ৫০ শতাংশের নিচে রেটিংস পেয়েছেন। যেখানে ৪১ শতাংশ রেটিং নিয়ে ৬ নম্বর স্থানে রয়েছেন আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন, এছাড়া জাস্টিন ট্রুডো থেকে শুরু করে দক্ষিণ কোরিয়া, অস্ট্রেলিয়া সহ বাকি সবকটি দেশই ৪০ থেকে ৪৭ শতাংশ রেটিংয়ে ওঠানামা করছেন।
ব্রিটেনের প্রধানমন্ত্রী বরিস জনসন রয়েছেন তালিকায় সবার নিচে (৩০ শতাংশ)। আর সকলকে ছাপিয়ে, সর্বোচ্চ রেটিং ৭২ শতাংশ পেয়ে গ্রহণযোগ্যতার শীর্ষস্থানে উঠে এসেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। জনপ্রিয়তায় হারিয়ে দিয়েছেন বিশ্বের ১২টি দেশকেও। বিশ্বসমীক্ষার এই রিপোর্ট তাই বলছে।