VoiceBharat News 1643446593 netaji 1 1

‘শুধু ভঙ্গি দিয়ে যেন না ভোলায় চোখ।’ কবিগুরুর এই লাইনটি মনে পড়ে যাচ্ছে। কিন্তু মূর্তি যখন মহান ব্যক্তিত্বের, তখন ভঙ্গি অনেককিছুকেই প্রতিফলিত করে। সম্প্রতি ইন্ডিয়া গেটে নেতাজি সুভাষচন্দ্র বসুর মূর্তির ভঙ্গি নিয়েই প্রশ্ন উঠেছে।
আপত্তি প্রথম তোলেন ভারতীয় কবি ও গীতিকার জাভেদ আখতার। তিনি বলেছিলেন, ‘ইন্ডিয়া গেটের ব্যস্ততম রাস্তার ধারে স্যালুটের ভঙ্গিতে দাঁড়িয়ে থাকবেন নেতাজি, এটা কিছুতেই মানানসই নয়। ভঙ্গি বদলানো হোক।’

VoiceBharat News images 2022 01 28T134254.341

এবার সেই দাবি জানিয়েই কেন্দ্রকে চিঠি দিল বসু পরিবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে লেখা চিঠিতে বসু পরিবারের প্রতিনিধি চন্দ্র কুমার বসু জানিয়েছেন, কুচকাওয়াজের একটি দিন ছাড়া সারা বছর রাস্তার ধারে স্যালুট ঠুকে দাঁড়িয়ে থাকবেন এটা মেনে নেওয়া কঠিন। সংসদে স্থাপিত মূর্তির ভঙ্গিতেই মূর্তি বানানো হোক সেই আবেদন জানিয়েছেন তিনি।

VoiceBharat News images 2022 01 30T132956.909

গতকাল শনিবার নেতাজির ভাইপো চন্দ্র কুমার বসু বলেন, “আমি পরিবারের অন্য সদস্যদের সঙ্গে কথা বলেছি। তাঁদের মতামত নেওয়ার পরেই প্রধানমন্ত্রীকে চিঠি লিখেছি। যেহেতু মূর্তি তৈরি হতে এখনও অনেকটা সময় বাকি আছে তাই আমরা আমাদের মতো করে প্রস্তাব দিয়েছি। নেতাজির কন্যা অনিতা বসু পাফও এই আপত্তির কথা আমাদের জানিয়েছেন।”

মূর্তির ভাস্কর অদ্বৈত গড়নায়কের সাথেও টেলিফোনিক কথোপকথন হয়েছে বলে জানান চন্দ্র কুমার বসু। কলকাতায় এসে তিনি বসু পরিবারের সাথে আলোচনায় বসবেন।
প্রসঙ্গত, নেতাজি সুভাষচন্দ্রের ১২৫ তম জন্মবার্ষিকী কেন্দ্রীয় কমিটি গঠিত হলেও, তাদের তরফে একটিও বৈঠক করা হয়নি বলে ক্ষোভ প্রকাশ করছে বসু পরিবার। এমনকি মূর্তি প্রতিষ্ঠার আগেও নয়। উপরন্তু বিজেপি নেতা দিলীপ ঘোষ নেতাজির পারিবারিক সদস্যদের উদ্দেশ্যে তির্যক মন্তব্য করে বলেছিলেন, “ওঁরা কি সরকারের কেউ? সরকারি সিদ্ধান্ত মেনেই যা হবার হচ্ছে।”

VoiceBharat News images 2022 01 28T134643.268
এবার মূর্তি প্রতিষ্ঠা উপলক্ষ্যে কমিটির কথা স্মরণ করিয়ে অন্তত একবার বৈঠকে বসতে চায় বলে জানিয়েছে বসু পরিবার।

By Partha Roy Chowdhury (কিঞ্জল রায়চৌধুরী)

Partha Roy Chowdhury (Bengali: কিঞ্জল রায়চৌধুরী) is staff journalist VoiceBharat News. email: kinjol@voicebharat.com