VoiceBharat News anupam 1648705732495 1648705738719 1

দ্য কাশ্মীর ফাইলস-এর রেকর্ড ব্রেকিং সাফল্য, প্রচার, ব্যবসায়িক লাভের হিসাব নিয়ে প্রতিদিন নেটদুনিয়ায় চর্চা তো চলছেই। এমনকি ছবির প্রচারের স্বার্থে তুলে আনা হচ্ছে ছবিটিকে ঘিরে সাম্প্রতিক নানা ঘটনা। তার মধ্যে খানিকটা অতিরঞ্জন রয়েছে বলেই সচেতন মহলের একাংশের ধারণা। এরই মধ্যে এক চমকপ্রদ তথ্য দিলেন কাশ্মীর ফাইলস-এর প্রধান চরিত্রের অভিনেতা অনুপম খের।

VoiceBharat News IMG 20220401 152515


গোড়া থেকেই দ্য কাশ্মীর ফাইলস ছবির প্রচারে সক্রিয় অংশ নিয়েছেন বলিউড অভিনেতা অনুপম খের। এবার তিনি জানালেন, সিনেমাটি রিলিজের পর প্রতিদিন তাঁর বাড়িতে পুরোহিতের আনাগোনা লেগেই রয়েছে। কেন? অনুপম খেরকে পূজো করবার জন্য!

VoiceBharat News anupam 1648705732495 1648705738719
এই ঘটনার সাথে ছবির প্রচার কতখানি জড়িত, সেটা বিচারের দায়িত্ব প্রতিবেদকের নয়। অনুপম খের ট্যুইট মারফত যে তথ্যগুলি দিয়েছেন সেগু‌লো তুলে ধরা হচ্ছে।
কাশ্মীর ফাইলস-এর প্রথম দুদিনের সাফল্যের পরেই নিজের মায়ের আনন্দের খবর ছবিসমেত সোশ্যাল মাধ্যমে দিয়ে অনুপম খের বলেছিলেন, ‘মায়ের এই আনন্দ শুধু আমার সাফল্যে নয়, সামগ্রিকভাবে ছবিটির সাফল্যের কারণে।’ তখনই প্রশ্ন উঠেছিল অনুপম খেরের পরিবার কি কাশ্মীরের ঘটনার সাথে বাস্তবেই সম্পর্কিত?

এবার সেই প্রশ্নটাকেই আরো একটু উজ্জ্বল করে দিয়েছেন অভিনেতা অনুপম খের। তিনি তাঁর বাবার সাথে শেষবার তোলা ছবিটি দিয়ে ট্যুইটের মাধ্যমে কাশ্মীর ফাইলস ছবিটি উৎসর্গ করেছেন, ট্যুইট থেকে জানা যাচ্ছে অনুপম খেরের বাবার নাম পুষ্করনাথ। উল্লেখ্য, ছবিতে যে কাশ্মীরি পন্ডিতের চরিত্রটি তিনি করেছেন তাঁর নামও পুষ্করনাথ।

VoiceBharat News IMG 20220401 132039
এরপর অনুপম খের জানান, “দ্য কাশ্মীর ফাইলস রিলিজের পর থেকেই আশ্চর্য ঘটনা ঘটছে। তিন চারদিন অন্তর আমার বাড়িতে পুরোহিতরা আসছেন, আমায় দাঁড় করিয়ে মন্ত্র পড়ে আমার মাথায় গোলাপের পাপড়ি ছড়াচ্ছেন, তারপর চুপচাপ চলে যাচ্ছেন। ওঁদের আর কোনও চাহিদা নেই। এইরকম অযাচিত আশীর্বাদ পেয়ে আমি ধন্য!”

By Partha Roy Chowdhury (কিঞ্জল রায়চৌধুরী)

Partha Roy Chowdhury (Bengali: কিঞ্জল রায়চৌধুরী) is staff journalist VoiceBharat News. email: kinjol@voicebharat.com