আরজিকর হাসপাতালের অন্দরে আচমকাই মিলল গুপ্তধনের খোঁজ। খবরটি প্রচারিত হওয়ামাত্রই চাঞ্চল্য ছড়িয়েছে। অপ্রত্যাশিত ভাবে পাওয়া এই গুপ্তধনের পরিমান ৫৬ হাজার টাকা! কীভাবে সেটা পাওয়া গেল জানলে চোখ কপালে উঠবে।
আরজিকর বহু পুরোনো হাসপাতাল। তেমনই বেশ কিছু পুরোনো পরিত্যক্ত জিনিসের নিদর্শন এই বিল্ডিংয়ের করিডরে রয়ে গিয়েছে, যা এখন আর ব্যবহার্য নয়। সেইরকমই এক পরিত্যক্ত মেশিন থেকেই মিলল ৫৬ হাজার টাকার সন্ধান!
খবরসূত্রে জানা গিয়েছে, আরজিকর হাসপাতালের ট্রমা কেয়ার সেন্টারের ঠিক উল্টোদিকে একটি অকেজো ওয়াটার এটিএম রয়েছে। একসময়ে ব্যবহার হলেও দীর্ঘ ৪ বছর যাবৎ এই মেশিনটি বন্ধ অবস্থায় পড়ে রয়েছে অবহেলায়।
ওয়াটার এটিএম মানে জলের ফিল্টার মেশিন, যেখানে একসময়ে ২টাকার কয়েন ফেলে পানীয় জল সংগ্রহ করা হত। আস্তে আস্তে এর ব্যবহার ফুরিয়েছে। দীর্ঘদিন ধরে খারাপ হয়ে পড়ে রয়েছে মেশিনটি। আর এবার তার ভেতর থেকেই পাওয়া গেল গুপ্তধনের হদিশ।
সম্প্রতি হাসপাতাল কর্তৃপক্ষের হঠাৎ খেয়াল হয়, পুরোনো এই জলের মেশিনটি ঠিক করা যেতে পারে। তাহলে আবার আগের মতো ২টাকার বিনিময়ে পানীয় জলের পরিষেবা চালু করা যাবে। সেই কারণেই মেরামতের উদ্দেশ্যে মেশিনটি খোলা হয়। আর খুলতেই ঝরঝর করে ঝরে পড়তে থাকে ২টাকার কয়েন! যা এতদিন গর্ভে ধারণ করে রেখেছিল ওয়াটার এটিএম মেশিন। ২ টাকার কয়েনগুলি জড়ো করে গুনে দেখা যায় এর পরিমাণ ৫৬ হাজার টাকা!
একে গুপ্তধন ছাড়া আর কীবা বলা যায়? এখন এই টাকা জলের মেশিন মেরামতির কাজেই খরচ করা হবে, জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।