VoiceBharat News images 2022 03 05T164620.623

মার্চ মাস। এসে পড়েছে গরমে হাঁসফাঁস করার দিন। তার ওপর এই গ্রীষ্মের প্রভাব পড়ে গিয়ে ইলেকট্রিক বিলের ওপর। কেন সেটা সকলেরই জানা। ফ্যান, এসি, ফ্রিজসহ অ্যাকাধিক গ্যাজেটের ব্যবহার বেড়ে যাওয়ার ফলেই মাসের শেষে গুনতে হয় বর্ধিত ইলেক্ট্রিক বিলের টাকা। তবে কয়েকটি সাধারণ জিনিস মাথায় রাখলেই অনায়াসে ইলেকট্রিক বিলেও প্রচুর টাকা সাশ্রয় করতে পারবেন।

VoiceBharat News images 2022 03 05T164605.358


বাড়িতে যাঁদের এসি রয়েছে, স্বভাবতই তাঁদের পক্ষে অতিরিক্ত তাপ সহ্য করা মুশ্কিল। তাড়াতাড়ি ঘর ঠান্ডা করতে প্রায়শই টেম্পারেচার কয়েকধাপ কমিয়ে ১৯ কিংবা ১৮ ডিগ্রীতে নামিয়ে দেন। এর ফলে গরম তো কমে কিন্তু বিদ্যুতের বিল চড়চড় করে বেড়ে যায়। এসির ঠান্ডারও একটা নির্দিষ্ট মাপকাঠি রয়েছে, তা হলো ২৪ ডিগ্রী। অথবা টাইমার দিয়ে দিতে পারেন, যাতে ঘর ঠান্ডা হলেই এসি আপনা থেকেই অফ হয়ে যায়।

VoiceBharat News IMG 20220305 150547 1
বর্তমানে। প্রযুক্তির ব্যবহার ড্রয়িং রুম থেকে হেঁশেল পর্যন্ত সর্বত্র। ফলে বিভিন্ন ধরনের যন্ত্রপাতির ব্যবহার হয়ে থাকে অধিকাংশ বাড়িতেই। এক্ষেত্রে বিভিন্ন যন্ত্রপাতি চালানোর জন্য একটি পাওয়ার স্ট্রিপ ব্যবহার করাই ভালো। এর দ্বারা প্রচুর বিদ্যুতের সাশ্রয় সম্ভব।

যেকোনো বাড়িতে নিত্য ব্যবহার্য অত্যাবশ্যক বস্তুটি হলো লাইট। আলোর ব্যবহারের ক্ষেত্রে ফিলামেন্ট বাল্ব যে সবচেয়ে বেশি কারেন্ট খরচ করে সেটা এখন সবারই জানা তাই অনেকেই ঘর আলোকিত করতে সিএফএল ব্যবহার করেন। তাঁদের অবশ্যই জানা উচিত, সিএফএলের চাইতেও বিদ্যুতের বেশি সাশ্রয় ঘটাতে বাজারে এসে গিয়েছে এলইডি বাল্ব। চোখ ঝলকানো আলোর তীব্রতা অথচ বিদ্যুতের খরচ অত্যন্ত সামান্য এটা এলইডি বাল্বের দ্বারাই সম্ভব।

VoiceBharat News IMG 20220305 150536

একটি ১৫ ওয়াটের সিএফএলে ৬৭ ঘন্টায় মাত্র ১ ইউনিট বিদ্যুত খরচ হয়। পাশাপাশি একটি ৯ ওয়াটের এলইডি বাল্ব জ্বালালে ১১১ ঘন্টায় মাত্র ১ ইউনিট বিদ্যুত খরচ হয়। নিশ্চয়ই বলে দিতে হয়না কোনটা বেশি সাশ্রয়ী!

আরো একটি গুরুত্বপূর্ণ ব্যপার হলো– ফ্রিজ, এসি ইত্যাদি যে গ্যাজেট ইকিনবেন অবশ্যই দেখে নেবেন ফাইভস্টার রেটিং রয়েছে কিনা। হয়তো এর ফলে জিনিসটির দাম কিছু বেশি হতে পারে, তবে সেটা ওয়ান টাইমের জন্য। মাসে মাসে ইলেকট্রিক বিলের খরচ অবশ্যই এর ফলে অনেক কম হবে। দ্বিতীয় অভিনব ব্যাপারটি হলো স্মার্ট টেকনোলজি।

VoiceBharat News IMG 20220305 150524

স্মার্ট ফোনের মতোই আজকাল প্রায় সব গ্যাজেটেই স্মার্ট প্রযুক্তি এসে গিয়েছে, যেমন স্মার্ট টিভি, স্মার্ট বাল্ব , স্মার্ট এসি। তার অনেকগুলিই বাজারে উপলব্ধ। এই স্মার্ট প্রযুক্তিযুক্ত কম ‘এনার্জি’ সম্পন্ন গ্যাজেট আপনার বিদ্যুতের অনেকটাই সাশ্রয় করতে পারে।

By Partha Roy Chowdhury (কিঞ্জল রায়চৌধুরী)

Partha Roy Chowdhury (Bengali: কিঞ্জল রায়চৌধুরী) is staff journalist VoiceBharat News. email: kinjol@voicebharat.com