২৩ জানুয়ারি মহান জাতীয়তাবাদী বিপ্লবী নেতাজি সুভাষচন্দ্র বসুর ১২৫তম জন্মবার্ষিকীতে শ্রদ্ধার্পণ করেছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি কেন্দ্রের ‘ট্যাবলো বাতিল’ প্রসঙ্গের উল্লেখ করেই কলকাতায় নেতাজির ট্যাবলো প্রদর্শনীর কথা জানালেন তিনি।
মহান বাঙালি বিপ্লবী নেতাজিকে সম্মান জানিয়ে এদিন ট্যুইট করে মুখ্যমন্ত্রী লেখেন, “দেশনায়ক সুভাষচন্দ্র বসুর ১২৫ তম জন্মবার্ষিকীতে শ্রদ্ধাঞ্জলী। বাংলা থেকে নেতাজির উত্থান অতুলনীয়। তিনি দেশপ্রেম, সাহসিকতা, নেতৃত্ব ও ঐক্যের প্রতীক। সমস্ত প্রজন্মের কাছেই অনুপ্রেরণা স্বরূপ। পশ্চিমবঙ্গ সরকার তাঁর ১২৫ তম জন্মবার্ষিকীকে ‘দেশনায়ক দিবস’ হিসেবে পালন করছে।”
এই লম্বা ট্যুইটে পশ্চিমবঙ্গ সরকারের বিভিন্ন কৃতিত্বের কথাও তুলে ধরেছেন মুখ্যমন্ত্রী। রাজ্যসরকারের উদ্যোগ ও আন্তর্জাতিক সহায়তায় ‘জয় হিন্দ বিশ্ববিদ্যালয়’ তৈরি এবং নেতাজির পরিকল্পনার অনুপ্রেরণায় ‘বেঙ্গল প্ল্যানিং’ সম্পর্কে উল্লেখ করেছেন। পাশাপাশি কেন্দ্রের ট্যাবলো বাতিলের প্রসঙ্গে মৃদু কটাক্ষ করে তিনি জানান, “আমাদের দেশের স্বাধীনতার ৭৫ বছর স্মরণে নেতাজি সহ বাংলার অন্যান্য স্বাধীনতা সংগ্রামীদেরও ট্যাবলো প্রদর্শিত হবে। আমরা আবারো কেন্দ্রের কাছে আবেদন জানাচ্ছি, নেতাজির জন্মদিনটি জাতীয় ছুটির দিবস হিসেবে ঘোষণা করা হোক, যাতে সমগ্র দেশবাসী জাতীয় নেতাকে শ্রদ্ধা জানাতে পারেন এবং দেশনায়ক দিবস উদযাপন করতে পারেন।”
পশ্চিমবঙ্গ সরকার নেতাজি জয়ন্তীর দিনটিকে ‘দেশনায়ক দিবস’ হিসেবে পালন করলেও, কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে এই দিনটি ‘পরাক্রম দিবস’ নামে পালন করা হচ্ছে। এদিন সকালে নেতাজির মূর্তিতে পুষ্প অর্পণ করে ট্যুইটার মারফত দেশবাসীর উদ্দেশ্যে ‘পরাক্রম দিবসের’ শুভেচ্ছাবার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
একই সঙ্গে ইন্ডিয়া গেটে আজ নেতাজির হলোগ্রাম মূর্তি উন্মোচিত হবে। ট্যুইটে প্রধানমন্ত্রী বলেন, “সমগ্র দেশবাসীকে পরাক্রম দিবসের শুভেচ্ছা। নেতাজি সুভাষচন্দ্র বসুর ১২৫ তম জন্মবার্ষিকীতে আমার শ্রদ্ধাঞ্জলি ও প্রণাম। আমাদের জাতির জন্য তাঁর অসামান্য অবদানের জন্য আজ প্রত্যেক ভারতবাসী গর্বিত।”
প্রসঙ্গত, নিউদিল্লীর ইন্ডিয়া গেটে ইংল্যান্ডের রাজা পঞ্চম জর্জের যে ৭০ ফিট মূর্তি লম্বা মূর্তিটি ১৯৬৮ সালে সরানো হয়েছিল, সেই স্থানেই নেতাজির একটি গ্রানাইট মূর্তি স্থাপনের ঘোষণা করেছে কেন্দ্র। যতদিন সেই মূর্তি নির্মিত হচ্ছে, ততদিন পর্যন্ত ওই স্থানে নেতাজির একটি হলোগ্রাম মূর্তি শোভা পাবে। সেই হলোগ্রাম মূর্তিটিই আজ উন্মোচনের কথা জানান প্রধানমন্ত্রী।