VoiceBharat News IMG 20220219 154700

কর্ণাটকের সাম্প্রতিক হিজাব ও বোরখা নিয়ে বিতর্কে একাধিক বিশিষ্টজনের পাশাপাশি অভিনেত্রী স্বারা ভাস্করের নামও জড়ায়। তিনি সংখ্যালঘুদের ধর্মীয় মৌলিক অধিকারের সপক্ষে তৎকালীন পরিস্থিতিতে বোরখা সমর্থন করেছিলেন। এবার স্বারা ভাস্করের একটি অনুষ্ঠানের শর্ট ড্রেস পরা ছবি ট্যুইটারে শেয়ার করে জনৈকা মহিলা লিখেছেন, “এই হলো আসল স্বারা, যে বোরখা পরা নিয়ে লোককে বোঝাতে আসেন।”

VoiceBharat News IMG 20220219 150319


ছবিটি এক সাক্ষাৎকার অনুষ্ঠানের যেখানে দেখা যায় স্বারা ভাস্কর একটি হট শর্ট ওয়ান পিস ড্রেস পরে বসে আছেন। এই ছবির সাথেই বোরখা সমর্থনের তুলনা করে ওই মহিলার ট্যুইট। এবার সেই ট্যুইট মেনশন করে অভিনেত্রী স্বারাও সপাট জবাবে ট্যুইটার গরম করে তুলেছেন। তিনি স্পষ্টতই বলেছেন , “হ্যাঁ এটাই আমি। বম্ব লাগছে দেখতে! ধন্যবাদ। ধন্যবাদ আমার এই ছবি শেয়ার করে গোটা দুুনিয়ার মানুষকে বোঝানোর জন্য যে, আমিও হটি।”

VoiceBharat News IMG 20220219 150410

এরপরই স্বারা ভাস্করের সংযোজন, “আমি মহিলাদের নিজের পোশাক পরার স্বাধীনতার হয়ে সওয়াল করি। তুমি নিশ্চয়ই বোঝো ‘চয়েস’ কথাটার মানে..ছাড়ো, তুমি বরং আর কাউকে গিয়ে নোংরা আক্রমণ করো, অবশ্য তাতেও তুমি ব্যর্থ প্রতিপন্ন হবে।”

কর্ণাটকের শিক্ষামহল গত কয়েকদিনে উত্তাল হিজাব বিরোধিতা করে একদল ছাত্রের গেরুয়া স্কার্ফ পরে বিক্ষোভ দেখানোর ঘটনায়। মাণ্ড্য প্রি-ইউনিভার্সিটিতে বাধা দেওয়া ছাত্রদলকে হটিয়ে এক বোরখা পরা মেয়ের জোর করে কলেজে ঢুকে পরার ভিডিও ছড়ানোয় সেই বিতর্ক আরো জোরালো হয়। বিষয়টিতে হস্তক্ষেপ করতে বাধ্য হয় কর্ণাটক হাইকোর্ট। কার্যত এই বিবাদ একটি প্রসঙ্গ ছেড়ে অন্য বিভিন্ন প্রসঙ্গ টেনে পাল্টা বিতর্ককে ক্রমশই উস্কে দিচ্ছে, এমনটাও সচেতন মহলের একাংশ মনে করছেন।

VoiceBharat News IMG 20220219 150348

By Partha Roy Chowdhury (কিঞ্জল রায়চৌধুরী)

Partha Roy Chowdhury (Bengali: কিঞ্জল রায়চৌধুরী) is staff journalist VoiceBharat News. email: kinjol@voicebharat.com