ইউক্রেনে মুছে গেল কাঁটাতার, পাকিস্তানের পড়ুয়াদের প্রাণ বাঁচালো ভারতীয়রা!
সিকির দুটো পিঠ থাকে। কখন যেন অজান্তেই হেড আর টেল একাকার হয়ে যায়। তেমনই যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনে ভারত-পাকিস্তান বিভাজনরেখা মুছে গেল আচমকাই, অপ্রত্যাশিত ভাবে! ইউক্রেন-সঙ্কটে পাকিস্তানের শিক্ষার্থীদের প্রাণ বাঁচালো ভারতীয় পড়ুয়া-ব্রিগেড।…