VoiceBharat News IMG 20220223 155307

ফেসবুকে প্রায়শই নিষিদ্ধ হন বিতর্কিত লেখিকা তসলিমা নাসরিন। বিতর্কে তিনি জড়ান নাকি বিতর্ক তাঁকে জড়ায় এই নিয়ে আলাদা কয়েকটি বিতর্কসভা অনুষ্ঠিত হতে পারে। মোদ্দা কথা কিছুদিন অন্তরই তাঁর সাথে শত্রুতা করে জাকারবার্গের সাইবার টিম।

VoiceBharat News IMG 20220218 172901 1


সম্প্রতি আবারও ফেসবুকে নিষিদ্ধ হওয়ার কথা জানালেন বাংলাদেশের নির্বাসিতা লেখিকা তসলিমা নাসরিন। এবারের কারণটি যদিও স্বচ্ছ নয়। তবে একটি স্ক্রিনশট শেয়ার করে পোস্ট দিয়ে লেখিকা জানান ফেসবুক এবার তিনটি স্টেপে তাঁকে নিষিদ্ধ করেছে। প্রথমত, ২৮ দিন লেখিকার পোস্টের রিচ কমে যাবে। দ্বিতীয়ত, ৪৫ ঘন্টা তিনি কোনও পোস্ট বা কমেন্ট করতে পারেননি। তৃতীয়ত, পরের ৫দিন তিনি ফেসবুকের কোনও গ্রুপের সাথে কানেক্ট হতে পারবেননা। কিন্তু কেন এই অবাঞ্ছিত নিষেধাজ্ঞা? লেখিকা ক্যাপশনে লিখেছেন “আমার জন্য ২১শে ফেব্রুয়ারির উপহার।”

VoiceBharat News IMG 20220223 155245
এই বক্তব্যে লেখিকা তসলিমা নাসরিনের অভিমান বোঝা যায়। আসলে সোশ্যাল মিডিয়ার দেয়ালকে যাঁরা প্রতিবাদের জন্য ছাপানো বইয়ের মতোই ব্যবহার করেন এই লেখিকা তাঁদের মধ্যে অন্যতম। তাই কি বিশেষ দিনে বিশেষ নিষেধাজ্ঞা আরোপ?
তসলিমার এই বার্তায় নেটনাগরিক বন্ধুরা বিভিন্ন মতামত দিয়েছেন। কেউ বলেন, “রিচ নিয়ে বড় সমস্যা দেখিনা। আপনার পোস্ট যাঁরা পড়েন তাঁরা খুঁজেই পড়েন।” আবার একজন বলেছেন, “এগুলো ঘটে পোস্ট রিপোর্ট হয় বলে। তোমার তো শত্রুর অভাব নেই!” কেউ বলছেন, “আপনার পোস্টে অপ্রিয় সত্য থাকে বলেই এরকম হয়। এটা প্রমাণ করে এখনও নিরীহ কিছু শব্দ সত্যি হলে কতটা শক্তিশালী হতে পারে।”

VoiceBharat News IMG 20220214 144919
এই সবকটি কমেন্টই হয়তো সত্যি কিংবা সবটাই স্তাবকতা। তবে একটি ব্যাপার লেখিকা নিজেও হয়তো জানেন, বারবার কেন তাকে ‘রেস্ট্রিকটেড’ করা হয়। আজ যে হিন্দুত্ববাদীরা তাঁর প্রতি সমর্থনের বান ডেকে ভাসাচ্ছেন, সেই ধর্মের দিকে আঙুল তুললে সেই সমর্থকরাই ত্রিশূল নিয়ে তেড়ে আসবে, সেটা নিশ্চয়ই অজানা নয়! এক্ষেত্রে তসলিমা নাসরিন সেফ খেলা খেলেন, এমনটাই মনে করেন সচেতন মহলের একাংশ।

By Partha Roy Chowdhury (কিঞ্জল রায়চৌধুরী)

Partha Roy Chowdhury (Bengali: কিঞ্জল রায়চৌধুরী) is staff journalist VoiceBharat News. email: kinjol@voicebharat.com