ইউক্রেনকে সমবেদনা জানালেও আর্থসামাজিক কারণে ভারত রয়েছে রাশিয়ার পক্ষেই। তবে অন্যান্য অনেক দেশের মতোই ভারতীয়দের একটা বিরাট অংশও আন্তরিক সমর্থন জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কিকে। তাঁর জাতীয়তাবোধ ও বীরত্বে মুগ্ধ হয়েছেন অগনিত ভারতবাসী। তবে এবার একেবারে চমকের ওপর চমক। ভারতের এক চা কোম্পানি তাঁদের নতুন চায়ের ব্র্যান্ডিং করেছেন জেলেনস্কির নামে!
হ্যাঁ ঠিকই পড়েছেন। ‘জেলেনস্কি চা-য়ে। রিয়েলি স্ট্রং।’
ক্যাচলাইনটিও অভিনব। আসামের এই চা কেমন আমেজ আনবে? লেখা রয়েছে মোড়কেই। সাবটাইটেলে ‘রিয়েলি স্ট্রং।’ উষ্ণ এক কাপ জেলেনস্কি চা এককথায় খুবই কড়া ধাতের, জেলেনস্কির মতোই। বলছে চা প্রস্তুতকারক অসমীয়া সংস্থা।
সংস্থার মতে, জেলেনস্কির বীরত্বের প্রতি সম্মান জানাতেই তাঁদের এই উদ্যোগ। উদ্যোগটি যে অভিনব তাতে সন্দেহ নেই। বিশ্ববাসীর চোখে তো বটেই ভারতের একটা বৃহৎ অংশ যে ভলোদিমির জেলেনস্কিকেই হিরো বলে স্থায়ী আসন দিয়েছেন, আর তাদের নজর টানতেই অসমীয়া চা কোম্পানির মার্কেটিংয়ের এই চমকপ্রদ স্টাইল। ইউক্রেন ও ভারতের অসংখ্য চা-প্রেমীদের কাছে যে এই চা আদরণীয় হবে তাতে সন্দেহ নেই।
চা কোম্পানির কর্ণধার রঞ্জিত বড়ুয়া জানিয়েছেন, “যুদ্ধবিধ্বস্ত ইউক্রেন ছেড়ে যেতে এসকেপ রুট দেওয়া সত্ত্বেও দেশ ছেড়ে পালাননি ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি। বিপদের সামনে বুক পেতে দেশের মানুষের পাশে দাঁড়িয়েছেন। আমরা তাঁকেই সম্মান জানিয়েছি।”

চা কোম্পানির তরফে আরো দাবি জানানো হয়েছে, ইউক্রেনের রাষ্ট্রনায়কের মতোই কড়া আমেজ আনবে তাঁদের এই জেলেনস্কি চা। যিনি পালাবার রাস্তা অগ্রাহ্য করে অস্ত্র চেয়েছেন যুদ্ধ করবার জন্য। বুধবার লঞ্চ করা হলো এই বিশেষ অ্যারোমাটিক চা জেলেনস্কি টি, রিয়েলি স্ট্রং।