VoiceBharat News IMG 20220407 160330

বিধানপরিষদের ভোটের ব্যাপারে কনৌজ এসে গত রবিবারে গোরক্ষনাথ মন্দিরে হামলার প্রসঙ্গেও বক্তব্য রাখেন উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব। তাঁর জোরালো দাবি, হামলাকারী যুবক মোর্তাজা মানসিকভাবে বিকারগ্রস্তই ছিল। এই কথাটি বারংবার মনে রাখতে উপদেশ দিয়েছেন বিজেপি সরকারকে। হুঁশিয়ারি দিয়েছেন, বিজেপি যেন এই ঘটনায় অযথা তিলকে তাল না করে।

VoiceBharat News ec3371c4f85ae23881fc23581995f7bd original


এদিন সংবাদমাধ্যমে অখিলেশ যাদব বলেন, “এই মূহুর্তে যুবক আহমেদ মোর্তাজা সম্পর্কে যেসব তথ্য উঠে আসছে, বিশেষ করে তার পিতা যা জানিয়েছেন, আমরা জানতে পারছি সে মনোবিকারগ্রস্তই ছিল।এই ব্যাপারটিও স্মরণে রাখা উচিত।” এরপরেই অখিলেশের কটাক্ষ, “বিজেপি এমনই পার্টি কে জানে কোন প্রসঙ্গকে কোথায় টেনে নিয়ে যাবে!”
বোঝাই যাচ্ছে বিজেপি যাতে গোরক্ষনাথ মন্দিরের ঘটনাটি নিয়ে সাম্প্রদায়িক ইস্যু তৈরি না করে, অখিলেশ যাদব সেই ইঙ্গিতই করেছেন। প্রসঙ্গত, ২৯ বছরের এক যুবক, পেশায় কেমিক্যাল ইঞ্জিনিয়ার সম্ভ্রান্ত মুসলিম পরিবারের সন্তান মোর্তাজা আহমেদ আব্বাসি রবিবার আচমকাই হাতে কাটারি নিয়ে গোরক্ষনাথ মন্দিরে চড়াও হয়।

VoiceBharat News IIT Graduate Attack

‘আল্লাহু আকবর! আমি আল্লাহর জন্য প্রাণ দিতে চাই!’ এমনসব কথাই শোনা গিয়েছে ওই যুবকের মুখে। যুবকটিকে নিয়ন্ত্রণে আনতে গিয়ে দুই পুলিশ কনস্টেবল ঘায়েল হন। যুবকটিও। জখম হয়েছে। মোর্তাজার এই কার্যকলাপ সন্ত্রাসবাদীদের মতো হলেও তাঁর পরিবারসূত্রে দাবি, বিগত কয়েকবছর ধরেই সে মানসিকভাবে বিকারগ্রস্ত। কথাপ্রসঙ্গে এদিন সেই প্রসঙ্গটিই জনসমক্ষে তুলে ধরলেন অখিলেশ যাদব। বিষয়টিকে যাতে সংবেদনশীল নজরে দেখা হয়, সমাজবাদী পার্টির নেতা সেই পরামর্শই সরকারকে দিয়েছেন।

By Partha Roy Chowdhury (কিঞ্জল রায়চৌধুরী)

Partha Roy Chowdhury (Bengali: কিঞ্জল রায়চৌধুরী) is staff journalist VoiceBharat News. email: kinjol@voicebharat.com