নাম সত্যবান। পেশায় অটোচালক। দেবীজ্ঞানে ভক্তি করেন লতা মঙ্গেশকরকে। সারা অটো জুড়ে লতাজির ছবি এবং সুস্থ হয়ে ওঠার প্রার্থনার বাক্য লেখা। যবে থেকে শুনেছেন লতা মঙ্গেশকর হাসপাতালে ভর্তি , পাগল হয়ে উঠেছেন তাঁর অন্ধ ভক্ত এই অটোচালক। এমনকি লতাজির চিকিৎসার জন্য নিজের উপার্জিত সমস্ত অর্থই দিয়ে দিলেন তিনি।
বৃদ্ধ থেকে তরুণ প্রজন্ম, লতা মঙ্গেশকরের ভক্ত প্রায় সবাই। তাই কোভিড আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন লতা মঙ্গেশকর, এই খবরে থমকে যাবেই সঙ্গীতপ্রিয় অগনিত ভারতবাসী। করোনা আক্রান্ত হয়ে মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে লতাজির ভর্তির খবর শুনেই অনুরাগী মহলে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।
পাশাপাশি নিউমোনিয়া থাকার ফলে আইসিসিইউতে স্থানান্তরিত করা হয় তাঁকে। তার মধ্যেই ভক্তরূপে সবার দৃষ্টি কেড়ে নিলেন মুম্বইয়ের অটোচালক সত্যবান। ইনি তাঁর উপার্জনের সমস্ত অর্থই ডাক্তারের হাতে তুলে দেন ও রাতদিন প্রার্থনা করছেন লতাজি যেন সুস্থ হয়ে ওঠেন! গানপাগল সমস্ত লতাপ্রেমীকে ছাপিয়ে গেছেন এই অটোচালক সত্যবান। তিনি জানিয়েছেন লতাজি শুধু প্রিয় গায়িকা নন, তাঁর কাছে দেবী।
ইতিমধ্যেই লতা মঙ্গেশকরের শারীরিক অবনতি নিয়ে সোশ্যাল মাধ্যমে জল্পনা ছড়িয়ে পড়ে। শেষ অবধি চিকিৎসক প্রতীত সামদানী জানান, লতাজি সুস্থই আছেন। পাশাপাশি কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি ট্যুইট করে বলেন, “গুজবে কান দেবেননা। সবাই লতাজির আরোগ্য কামনা করুন।”
এদিন লতাজির বোন আরেক কিংবদন্তি গায়িকা আশা ভোঁসলে দিদিকে হাসপাতালে দেখতে এলেও, কোভিড সতর্কতার কারণে তাঁকে ভেতরে যেতে দেওয়া হয়নি।
শেষ পাওয়া খবর অনুযায়ী, শারীরিক অবস্থা আগের থেকে ভালো। ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন প্রবাদ প্রতিম গায়িকা লতা মঙ্গেশকর।