VoiceBharat News IMG 20220328 123232

সম্প্রতি বিবেক অগ্নিহোত্রীর সাড়া ফেলে দেওয়া ছবি ‘দ্য কাশ্মীর ফাইলস’ বহুজনের দ্বারা একদিকে প্রশংসিত ও উল্টোদিকে প্রবল সমালোচিত হয়েছে। সিনেমার সাথে যুক্ত কয়েকজন বিশিষ্ট ব্যক্তি এবং খোদ কাশ্মীরের অধিবাসীদের অনেকেই সিনেমাটিকে ‘উদ্দেশ্যমূলক প্রচার’ বলে অভিহিত করেন। তবুও ঘটনাচক্রে সিনেমাটির সাফল্য আটকানো যায়নি।

VoiceBharat News IMG 20220320 173144

ছবিটিকে যাঁরা সমর্থন করেছিলেন তাঁদের মধ্যে এক প্রখ্যাত লেখিকা ও সমাজকর্মী এমনও ইচ্ছে প্রকাশ করেন, ‘বাংলাদেশ থেকে হিন্দুদের বিতাড়ন নিয়েও এমন সিনেমা হওয়া উচিত।’ যদিও বাংলাদেশ থেকে কতজন হিন্দু এপারে এসেছিলেন, কতজন স্বেচ্ছায় রয়ে গিয়েছেন, হিন্দু -মুসলিম সংঘাত কেমন রূপ নিয়েছিল সে বিষয়ে যথেষ্ট বিতর্কের অবকাশ রয়েছে।

VoiceBharat News IMG 20220328 123232 1
অনেকটা এই মনোভাব নিয়েই, ঠিক সিনেমা নয়, তবে ‘কাশ্মীর ফাইলস’ এর অণুকরণে কলকাতার এক সংগঠন বাংলাদেশের উদ্বাস্তুদের নিয়ে থিমনির্ভর এক প্রদর্শনী দেখাতে চেয়েছিল। গত রবিবার যাদবপুরের সংলগ্ন পালবাজার এলাকায় ‘দ্য বাংলাদেশ ফাইলস’ শীর্ষক এই প্রদর্শনীর আয়োজন করতে চেয়েছিল ‘পশ্চিমবঙ্গের জন্য’ নামের সংগঠন। পালবাজারের ‘সংস্কৃতি চক্র’ তাদের হলে এই প্রদর্শনী দেখানোর জন্য প্রথমে অনুমতি দিলেও পরে তা বাতিল করে দেয়। এর কারণও দেখিয়েছেন তাঁরা।

VoiceBharat News garfa1
যথারীতি এই অনুষ্ঠান বাতিল হওয়ায় ক্ষুব্ধ ‘পশ্চিমবঙ্গের জন্য’ নামক ওই সংগঠন। প্রকাশ্যে স্বীকার না করলেও এই সংস্থা যে বিজেপির কর্মীসমর্থকদেরই তৈরি এটা অঞ্চলের প্রায় সকলেই জানেন। বিজেপি ঘনিষ্ঠ এই সংগঠকরাই ‘বাংলাদেশ ফাইলস’ প্রদর্শনী করতে চেয়েছিলেন। বিজেপি সমর্থিত এই সংগঠনের পক্ষ থেকে মোহিত রায় বলেন , “ইসলামি মৌলবাদ সমর্থিত বামপন্থী সংস্থা সংস্কৃতি চক্র শেষপর্যন্ত তাদের প্রেক্ষাগৃহ ব্যবহারের অনুমতি প্রত্যাহার করেছে। আমরা গড়ফা থানাতেও অনুমতি চেয়েছিলাম, তাঁরা কোনও আপত্তি করেননি।”

পাল্টা ‘সংস্কৃতি চক্র’-র কর্ণধার প্রদীপ দত্ত বলেছেন, “আবেদনপত্রে ওঁরা জানিয়েছিল মুক্তিযুদ্ধ নিয়ে প্রদর্শনী হবে। পরে ওদের পোস্টারে দেখলাম বাঙালি হিন্দু গণহত্যা নিয়ে প্রদর্শনী।” এটা জানতে পারা মাত্রই তাঁরা অনুমতি প্রত্যাহার করেন। প্রদীপ দত্ত আরো জানান, “আমরা ওঁদের পুলিশের অনুমতি নিতে বলি। পরে জানতে পারি পুলিশকেও ওঁরা মুক্তিযুদ্ধের প্রদর্শনীর নাম করেছিল। সেকারনেই সম্ভবত পুলিশ অনুমতি দিয়েছে। কিন্তু আমরা বাঙালি হিন্দু গণহত্যা নিয়ে প্রদর্শনীর অনুমতি দিতে পারবনা।”

বাংলাদেশ থেকে আসা অসংখ্য উদ্বাস্তু আশ্রয় নিয়েছিলেন যাদবপুর ও তার সংলগ্ন এলাকায়। তাই যাদবপুরে এই প্রদর্শনী দেখানোর পরিকল্পনা করে ওই সংগঠন। বিজেপি সমর্থিত এই সংগঠন যে পূর্ব পরিকল্পিতভাবে যাদবপুরে এক অশান্তির বীজ বুনতে চলেছিলেন এটা বৃহত্তর ক্ষেত্রে আরো একবার প্রমাণ করল ‘কাশ্মীর ফাইলস’-এর মতোই ‘বাংলাদেশ ফাইলস’-এ বিজেপির পৃষ্ঠপোষকতা কাজ করে চলেছে। যেটা আপাতত যাদবপুরে রুখে দিল ‘সংস্কৃতি চক্র’।

By Partha Roy Chowdhury (কিঞ্জল রায়চৌধুরী)

Partha Roy Chowdhury (Bengali: কিঞ্জল রায়চৌধুরী) is staff journalist VoiceBharat News. email: kinjol@voicebharat.com