VoiceBharat News IMG 20220217 164943

এই উপহারকে অভিনব বললেও কম বলা হবে। আসলে এই উপহারকে কীভাবে ব্যাখ্যা করা যায় সেটা ঠিক করতে গেলে হয়তো সত্যিই মহাকাশে পাড়ি দিতে হবে। সম্প্রতি ভ্যালেন্টাইন’স ডে-র দিন এমনই এক উপহার দিয়ে শুধু নিজের স্ত্রী নয়, সারা পৃথিবীকেই চমকে দিলেন পাঁশকুড়ার শান্তনু চক্রবর্তী।

VoiceBharat News 7ada188c 950e 4fb5 b3b4 bb3ed91fe8a2


অসংখ্য দামি ঘর সাজানোর সামগ্রী হোক বা একটি ফুটন্ত গোলাপ, উপহার তো উপহারই হয়। তবে এই উপহারের তুলনা সম্ভবত কোনওকিছুর সাথেই তুলনা করা যায়না। ভালোবাসা দিবসে পাঁশকুড়ার শান্তনু চক্রবর্তী তাঁর স্ত্রী সায়ন্তিকাকে চাঁদে ১ একর জমি কিনে দিলেন। অবিশ্বাস্য লাগছে! হ্যাঁ, এই খবর এবং তার সপ্রমাণ সত্যতা দেখে পাঁশকুড়া সহ গোটা মেদিনীপুরের মানুষজনেরই তাক লেগে গিয়েছে।

পাঁশকুড়ার চাঁচিয়াড়া গ্রামের অধিবাসী শান্তনু চক্রবর্তী একটি স্কুলের শিক্ষক, ফিজিক্স পড়ান। স্ত্রী সায়ন্তিকাও তাম্রলিপ্ত কলেজের সংস্কৃত অধ্যাপিকা। এতদিন ধরে শান্তনু আর পাঁচজনের মতোই ১৪ ফেব্রুয়ারি নানাধরনের উপহার দিয়ে এসেছেন স্ত্রী সায়ন্তিকাকে। কিন্তু কিছুতেই সন্তুষ্ট হতে পারছিলেননা , খালি মনে হত এমন এক অভিনব উপহার স্ত্রীকে দিতে হবে যা কেউ কখনো দেয়নি। আর এই লক্ষ্য থেকেই বহুলালিত স্বপ্নকে সত্যি করে ফেললেন তিনি! সবার অজান্তেই মহাকাশে অবস্থিত পৃথিবীর উপগ্রহ চাঁদে ১ একর জমি কিনে দলিল তুলে দিলেন স্ত্রী সায়ন্তিকার হাতে।

VoiceBharat News IMG 20220217 165320
জানুয়ারি মাসেই আমেরিকার ‘লুনার অ্যাম্বাসি’-র ওয়েবসাইড ভিজিট করে সেখানে জমি কেনবার আবেদন জানিয়েছিলেন শান্তনু। আবেদন গ্রাহ্য হয়, এবং PayPal অ্যাকাউন্টের ক্রেডিট কার্ড দিয়ে স্ত্রীর নামে ১ একর জমি কিনে ফেলেন রাতারাতি!

VoiceBharat News a05e3176 3f17 47d1 a391 75e8cb0048fd
শান্তনুর বক্তব্য অনুযায়ী, “এর জন্য আমি দীর্ঘ প্রচেষ্টা চালিয়ে গিয়েছি। অবশেষে সফল হলাম এমন একটা দিনে, যে দিনটার জন্য অপেক্ষায় ছিলাম।”
অপেক্ষার অবসানে স্ত্রী সায়ন্তিকা খুশি তো বটেই, এখনও অনেকে বিশ্বাস করতে পারছেননা, এমনও হয়! তাদের জন্য প্রমাণস্বরূপ রয়েছে শান্তনুর চাঁদে কেনা জমির দলিলটির প্রতিচ্ছবি, যা এখন নেট মাধ্যমে রীতিমতো ভাইরাল।

By Partha Roy Chowdhury (কিঞ্জল রায়চৌধুরী)

Partha Roy Chowdhury (Bengali: কিঞ্জল রায়চৌধুরী) is staff journalist VoiceBharat News. email: kinjol@voicebharat.com