VoiceBharat News IMG 20220423 221203

সদ্য শেষ হল রাজ্যসরকার আয়োজিত বিশ্ববাংলা বাণিজ্য সম্মেলন। আর ঠিক তারপরেই এই সম্মেলনকে ‘পেটপূজোর অনুষ্ঠান’ বলে ব্যাঙ্গাত্মক মন্তব্য ছুঁড়ল বিজেপি। শুধু তাই নয়, একটা মেনুলিস্টও প্রকাশ করা হয়েছে, যার মধ্যে নানা স্বাদের খাবারের উল্লেখ করেছেন পশ্চিমবঙ্গের বিজেপি নেতারা।

VoiceBharat News thequint 2022 04 8c2b4ffa 8a32 4823 95fe 8c98a47a7934 Screenshot 2022 04 21 182417


বিজেপি শিবিরের মতে এই সম্মেলনে ক্যালিফোর্নিয়া রোল, চিকেন তাই রেড কারি, জেসমিন স্টিম রাইস, মাটন দম বিরিয়ানি, চিকেন চাপ, ডাল মাখানি, বেবিনান, মসালা কুলচা ও ভিন্ন ধরনের পাস্তা ছাড়াও আম রসগোল্লা , কালোজাম, রাবড়ি, আইসক্রিমের প্রভৃতি মিষ্টান্ন ও রসনাতৃপ্তকর আহারের সমাহারে এই বাণিজ্য সম্মেলন নাকি সম্মেলন কম –‘পিকনিক’ হয়ে উঠেছে বেশী! বিজেপির এই কটাক্ষপূর্ণ বক্তব্যকে ‘কুরুচিকর আক্রমণ’ বলে দেখছে তৃণমূল কংগ্রেস।

VoiceBharat News untitled 1
এদিন বাণিজ্য সম্মেলন প্রসঙ্গে রাজ্যের বিজেপি নেতা শমীক ভট্টাচার্য বলেন, “এটা আসলে রাজনৈতিক সম্মেলন ছিল। রাজ্যে যে অরাজকতা চলছে তার থেকে নজর ঘোরাতে সরকারি খরচে চড়ুইভাতির আয়োজন। এমন সম্মেলন আমরা অতীতেও দেখেছি। কিন্তু বাস্তবে এরাজ্যে শিল্প আসেনি।” তবে বাণিজ্য সম্মেলনের খাবারদাবার নিয়ে কটাক্ষপূর্ণ বক্তব্যকে ভালোচোখে দেখছেনা তৃণমূল কংগ্রেস।

VoiceBharat News 1650670008 bgbs
রাজ্যের তৃণমূল সম্পাদক কুনাল ঘোষ বিজেপির এই বক্তব্যের প্রত্যুত্তরে বলেছেন, “এটা অত্যন্ত কুরুচিপূর্ণ আক্রমণ। বিজেপি শাসিত রাজ্যে যখন শিল্পসম্মেলন হয় তখন কি ওঁরা পান্তাভাত খাওয়ান? প্রশ্ন তুলেছেন কুনাল ঘোষ।

তিনি আরো বলেন, “বাণিজ্য সম্মেলনে অতিথিদের খাওয়াদাওয়ার আয়োজন থাকাটাই তো স্বাভাবিক। সেটা বাংলায় আরো বেশি। কারণ বাঙালিরা অতিথিপরায়ণ হিসেবে সারা দেশেই পরিচিত।” কুনাল শেষে যোগ করেন, “মেনুতে বাঙালির প্রিয় ঝালমুড়িও ছিল।”

By Partha Roy Chowdhury (কিঞ্জল রায়চৌধুরী)

Partha Roy Chowdhury (Bengali: কিঞ্জল রায়চৌধুরী) is staff journalist VoiceBharat News. email: kinjol@voicebharat.com