VoiceBharat News IMG 20220105 230255

সন্তানরা স্বাধীনভাবে নিজেদের ধর্ম বেছে নিয়েছে। পাল্টে নিয়েছে নিজেদের ধর্ম পরিচয় , সেটাও নেহাত বাধ্য হয়েই। এরই জেরে সন্তানদের ২ কোটি টাকার সম্পত্তি থেকে সন্তানদের বঞ্চিত করলেন বাবা! হিন্দুসমাজে এমন মানসিকতা বিরল না হলেও, বাস্তবে ঘটিয়ে দৃষ্টান্ত তৈরি করলেন তামিলনাড়ুর বাসিন্দা ৮৫ বছরের বৃদ্ধ ভেলায়ুধাম। তামিলনাড়ুর কাঞ্চিপুরমের বাসিন্দা তিনি।

VoiceBharat News IMG 20220105 230709
প্রতীকী ছবি

ভেলায়ুধামের দুই ছেলে ও একটি মেয়ে। ঘটনাচক্রে ছেলেমেয়েরা সকলেই খ্রিষ্টান ধর্মাবলম্বীদের বিবাহ করেছেন। আর বিবাহের জন্য বাধ্য হয়েই ধর্ম পাল্টানো। এই ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন কট্টর হিন্দু ভেলায়ুধাম, পাশাপাশি কাজ করেছিল ভয়– ধর্মান্তরিত সন্তানরা হয়তো মৃত্যুর পরে তাঁর পারলৌকিক ক্রিয়াও সঠিকভাবে পালন করবেনা। তাই নিজের ২ কোটি টাকার বাড়িটি তিনি একটি মন্দিরের নামে লিখে দিয়েছেন।

পেশায় সরকারি চাকুরিজীবী ছিলেন ভেলায়ুধাম। বলেছেন, “হিন্দুধর্মের অনুসারী হয়ে আমি চেয়েছিলাম সন্তানরা নিয়ম মেনে আমার শেষক্রিয়া সম্পন্ন করুক। আমার দুই মেয়ে সরকারি চাকুরে এবং ধর্মান্তরিত হয়ে খ্রিষ্টানদের বিয়ে করেছে। ছেলেও যথারীতি তাই।”

প্রবল ক্ষোভের সাথে ভেলায়ুধাম জানান, “আমার ২,৬৮০ স্কোয়্যারফিটের একটি বাড়ি রয়েছে, যার দাম প্রায় ২ কোটি টাকা। সন্তান হয়েও যারা ধর্ম পরিবর্তন করেছে তাদের এই বাড়ি আমি দিতে চাইনা। তাই এই বাড়ি আমার পারিবারিক দেবতা কোমারকোট্টম মুরুগান মন্দিরে দান করেছি।”

VoiceBharat News IMG 20220105 230951
প্রতীকী ছবি

ভেলায়ুধামের কথা অনুযায়ী ছেলেমেয়েদের ততক্ষণই এই বাড়িতে অধিকার যতক্ষণ তিনি ও তাঁর স্ত্রী বেঁচে রয়েছেন। কিন্তু মারা যাওয়ার পরেই বাড়ি দখল নেবে মন্দির। স্পষ্টভাবে নিজের কঠিন সিদ্ধান্ত জানিয়ে দিলেন বাবা।

 

By Partha Roy Chowdhury (কিঞ্জল রায়চৌধুরী)

Partha Roy Chowdhury (Bengali: কিঞ্জল রায়চৌধুরী) is staff journalist VoiceBharat News. email: kinjol@voicebharat.com