VoiceBharat News IMG 20220103 121616

রাজ্যের বাড়তে থাকা করোনা সংক্রমণের মোকাবিলায় কালই কঠোর বিধিনিষেধ ঘোষণা করেছে সরকার। রাশ টানা হয়েছে সরকারি বেসরকারি অফিস ও লোকাল ট্রেন চলাচলে। একই সঙ্গে স্কুল কলেজ শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন দুপুরে মুখ্যমন্ত্রীর ঘোষণার পরেই প্রতিক্রিয়া দিয়েছেন রাজনৈতিক মহলের বিভিন্ন ব্যক্তিরা।

VoiceBharat News images 2022 01 03T121405.868

বীরভূমের অন্যতম তৃণমূল সংগঠক ও জেলা সভাপতি অনুব্রত মন্ডল এই ঘোষণার প্রেক্ষিতে ‘চড়াম’ করে মন্তব্য করে বসেন, “শিক্ষা ফিক্ষা সব ডকে উঠে যাবে!”
স্বাভাবিক ভাবেই তৃণমূল নেতার এহেন বক্তব্যে রাজনৈতিক মহলে বিতর্কের ঝড় উঠেছে। বিশেষত তাঁর দলের লোকেরাই সমালোচনার ভঙ্গিতে প্রশ্ন রেখেছেন, মুখ্যমন্ত্রীর এই স্কুল বন্ধের সিদ্ধান্ত কি তবে ভুল? উত্তরে অনুব্রত অবশ্য পরে নিজের বক্তব্য ভেঙে ব্যাখ্যা করেন।

VoiceBharat News 1636898640 anubrata

তবে বিরোধী দল বিজেপি অনুব্রতর এই বক্তব্যে নিয়ে তৃণমূলকে কটাক্ষর সুযোগ হাতছাড়া করেনি।
সংবাদ মাধ্যমে নিজের প্রতিক্রিয়া ভেঙে ব্যাখ্যা করে অনুব্রত মন্ডল বলেন, “রাজ্যকে বাঁচাতে গেলে এটা করতেই হত। বাচ্চাদের কোভিড হয়ে গেলে আরো মুশ্কিল হবে। তবে এতে শিক্ষা ফিক্ষা সব ডকে উঠে যাবে। বাড়িতে বসে পড়াশোনা হয়না। স্কুলে যে জিনিসটা হয়, সেটা কি আর বাড়িতে বসে হয়?”

অনুব্রত মন্ডলের এই বক্তব্য যথার্থ হলেও, বিরোধিরা এতে সমালোচনার সুযোগ পেয়ে গেছে। ফলে তৃণমূল কংগ্রেসের একাংশ সেটি শোধরানোর চেষ্টা করে বলেন, স্কুল চালু করে যদিও বা স্কুলছুট শিক্ষার্থীদের ফেরানোর চেষ্টা করা হচ্ছিল, আবার স্কুল বন্ধ হবার ফলে সেই চেষ্টায় বাধা পড়ল। অনুব্রতর মন্ডলও সেটাই নিজের ভঙ্গিতে বলেছেন।

VoiceBharat News 1606318622 5fbe7a1ed54e3 school 1
তবে এই বক্তব্যের পাল্টা সুযোগ নিয়ে বীরভূমের বিজেপি সভাপতি ধ্রুব সাহা বলেছেন, “রাজ্যের শিক্ষার এই পরিস্থিতির জন্য তৃণমূলই দায়ী। শিক্ষা ব্যবস্থা ডকে তুলে স্কুলগুলিকে দলের কার্যালয়ে পরিণত করা হয়েছিল। তৃণমূলের জেলাসভাপতি এই সময়ে সত্যি কথাটাই বলে ফেলেছেন।”

By Partha Roy Chowdhury (কিঞ্জল রায়চৌধুরী)

Partha Roy Chowdhury (Bengali: কিঞ্জল রায়চৌধুরী) is staff journalist VoiceBharat News. email: kinjol@voicebharat.com