ছবি রিলিজের আগে থেকেই আলোচনা চলছিল সিনেমাটিকে ঘিরে। সম্প্রতি রিলিজের ৪দিনের মধ্যে এই সময়ের যাবতীয় মুক্তিপ্রাপ্ত ভারতীয় চলচ্চিত্রের রেকর্ড ব্রেক করে দিল বিবেক অগ্নিহোত্রী পরিচালিত ‘দ্য কাশ্মীর ফাইলস।’
১১ মার্চ মুক্তি পেয়েছে সত্যনির্ভর চলচ্চিত্র ‘দ্য কাশ্মীর ফাইলস।’ আর মাত্র ৪দিনের মধ্যেই ছবিটি সাড়ে ৩ কোটি টাকার ব্যবসা করে ফেলেছে। শুধু তাই নয়, এই ছবির ভূয়সী প্রশংসায় মুখর হয়েছেন স্বয়ং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
মিঠুন চক্রবর্তী, অনুপম খের, পল্লবী যোশী অভিনীত এই ছবিটি ‘৯০ দশকে কাশ্মীরি পন্ডিতদের হত্যা ও বিতাড়নের ইতিহাসনির্ভর তথ্যের ওপর আধারিত। চলচ্চিত্রটি রিলিজের পর প্রযোজক পরিচালক সহ গোটা ইউনিটের সাথে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সাক্ষাৎ করেছেন। ছবির প্রযোজক অভিষেক আগরওয়াল সেই অমূল্য মূহুর্তের ছবি ট্যুইটারে শেয়ার করে জানিয়েছেন , “আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির সঙ্গে দেখা করে আমরা রীতিমতো আপ্লুত। ‘দ্য কাশ্মীর ফাইলস’ চলচ্চিত্র সম্পর্কে তাঁর মতামত এবং প্রশংসা এই ছবিটিকে আরও স্পেশ্যাল করে তুলেছে। আমরা শুধুমাত্র একটি সিনেমা প্রযোজনার জন্যই প্রযোজক হইনি। ধন্যবাদ মোদীজি।”
অভিষেক আগরওয়ালের ট্যুইটের পরিপ্রেক্ষিতে রিট্যুইট করে পরিচালক বিবেক অগ্নিহোত্রী বলেন, “তোমাকে নিয়ে আমার গর্ব হয় অভিষেক, কেননা তুমি ভারতের সবথেকে চ্যালেঞ্জিং সত্যটা প্রযোজনা করার সাহস দেখিয়েছ। আমেরিকায় ‘দ্য কাশ্মীর ফাইলস’-এর স্ক্রিনিং এটাই প্রমাণ করে যে, নরেন্দ্র মোদীর নেতৃত্ব সম্পর্কে বিশ্বের দৃষ্টিভঙ্গি ও ধারণা বদলাচ্ছে।”
ছবিটি ইতিমধ্যেই মধ্যপ্রদেশ ও কর্ণাটক রাজ্যেও সাড়া ফেলেছে। এমনকি বেশকিছু রাজ্যে ‘দ্য কাশ্মীর ফাইলস’ ছবিটি ট্যাক্স-ফ্রি করে দেওয়া হয়েছে।