VoiceBharat News gharwapsi

এবার সপরিবারে খ্রিস্টান থেকে হিন্দু ধর্মে ফিরে আসার ঘটনা ঘটল কর্ণাটকে। প্রায় ৫০ বছর আগে ধর্মান্তর করে হিন্দু থেকে খ্রিস্টান হয়েছিল বাবা-মা। তাঁদেরই সন্তান ৫৫ বছরের প্রৌঢ় টিমোথি হোসমানি সেই ভুলের প্রায়শ্চিত্ত করে স্ত্রী-সন্তান সহ পুনর্বার ধর্মান্তর করে সনাতন হিন্দুধর্মে ফিরে এলেন।

VoiceBharat News IMG 20220105 230951


বাবা-মা কেন যে ধর্ম পরিবর্তন করেছিলেন তার সঠিক কারণ জানেননা টিমোথি হোসমানি। কর্ণাটকের গুরমিতকল তহসিলের অন্তর্গত কনিকল গ্রামের অধিবাসী টিমোথি ও তাঁর পরিবার। ছোটবেলা থেকেই টিমোথি হোসমানি হিন্দুধর্মেরই গুণগ্রাহী। তিনি এবং তাঁর স্ত্রী সন্তানরাও হিন্দুধর্মকেই বরাবর মান্যতা দিয়ে আসছিলেন। অথচ হিন্দু পরিচয় দিতে বাধা হয়ে দাঁড়াচ্ছিল তাঁর পিতৃপরিচয়। জানা গেছে, টিমোথির বাবা-মা কট্টরভাবে চাইতেন পরিবারের কেউ হিন্দুধর্মে না ফিরুক।

VoiceBharat News images 2022 01 12T155057.428

তাই বাবা মা জীবিত থাকাকালীন নিজের আদি ধর্মে ফিরতে পারেননি টিমোথি হোসমানি। তিনি একটি বৃহত্তর সংবাদ মাধ্যমে জানান, “১০ বছর আগে বাবা এবং ৬ বছর আগে মা মারা যান। তারপরেই আমরা আমাদের হিন্দু ধর্মে ফিরে আসার সিদ্ধান্ত গ্রহণ করি।”

টিমোথি হোসমানির এক ছেলে বেঙ্গালুরুতে কারখানা শ্রমিক ও বাকি দুজন এখনও শিক্ষার্থী। সপরিবারে ধূমধাম সহকারে যাগযজ্ঞ করে সনাতন ধর্মপথ অনুসরণ করে হিন্দুধর্মে ফিরে এলেন।

VoiceBharat News IMG 20220112 150302
প্রসঙ্গত, কর্ণাটকে প্রায়ই ধর্মান্তরের ঘটনা ঘটে আসছে। তাই কর্ণাটকের বিজেপি সরকার ধর্মান্তর নিষিদ্ধ করার জন্য একটি বিল পাশ করতে সচেষ্ট ছিল।

VoiceBharat News ei samay 5

কিন্তু সেখানকার কংগ্রেস নেতৃবৃন্দ ও কিছু চার্চ এই বিল পাশ করতে ক্রমাগত বাধা দিয়ে চলেছিল। তবে বিরোধী বিধায়কদের বাধাসত্ত্বেও সেই বিল অবশেষে এই ডিসেম্বরে পাশ হয়ে যায়।

By Partha Roy Chowdhury (কিঞ্জল রায়চৌধুরী)

Partha Roy Chowdhury (Bengali: কিঞ্জল রায়চৌধুরী) is staff journalist VoiceBharat News. email: kinjol@voicebharat.com