VoiceBharat News IMG 20220410 110848

এসে গিয়েছে গরমে হাঁসফাঁস করার দিন। গ্রীষ্মের তীব্রতা বাড়ার সাথে সাথে প্রত্যেক মধ্যবিত্ত বাড়িতে বিদ্যুৎ খরচের ব্যাপারটাও বাড়ে। কারণ ফ্যান, এয়ারকন্ডিশনার, ফ্রিজ সবকিছুর ব্যবহার বেড়ে যায়। তবে এবার এমন একটি প্রযুক্তিনির্ভর কমদামের সাশ্রয়কারী মেশিনের কথা জানবেন, যাতে বিদ্যুৎ খরচের ব্যাপারটিও মাথা থেকে জাস্ট ঝেড়ে ফেলা যাবে।

VoiceBharat News IMG 20220410 110603


বাড়িতে এয়ারকন্ডিশনার লাগানোর সামর্থ্য থাকলে সকলেই সেটা লাগান তীব্র গরমের হাত থেকে রেহাই পাবার জন্য। তবুও চড়া বিদ্যুৎখরচ এড়াতে এসির ব্যবহারে রাশ টানতে হয়। অথচ এই তীব্র গরমে এসি ছাড়া ঘরে টেঁকারও উপায় নেই! মূলত তাদের কথা ভেবেই প্রযুক্তিসমৃদ্ধ পোর্টেবল এসি তৈরি করা হয়েছে।

VoiceBharat News IMG 20220410 110709
লকডাউনের পর থেকেই ওয়ার্ক ফ্রম হোমে অভ্যস্ত হয়ে পড়েছেন যাঁরা, তাঁদের দিনের একটা বড় সময় ঘরের মধ্যেই কাটাতে হয়। তার ওপর যদি কম্পিউটার বা ল্যাপটপ থাকে, তাহলে তো ঠান্ডাটা আরো বেশি দরকার। অফিসে এসি আছে, তাই অসুবিধা ছিলনা। কিন্তু বাড়িতে! সেখানে যদি এসি না থাকে, সমস্যায় পড়েন তাঁরাই বেশি। এবার আর চিন্তা নেই। একেবারে সাধ্যের মধ্যে বিদ্যুৎ সাশ্রয়কারী ছোট্ট এসি যখন খুশিই ঘরে এনে ঠান্ডা উপভোগ করতে পারবেন।

VoiceBharat News images 2022 04 10T110828.387
একটি ছোট পোর্টেবল এসির সাইজ খুব বেশি হলে একটা ব্লুটুথ স্পিকারের মতো, দেখতেও অনেকটা সেরকমই। কিন্তু ছোট্ট বলে একে হেলাফেলা করার উপায় নেই। এই মিনি যন্ত্রটির শীতলতার ক্ষমতা প্রায় এসির মতোই। একটা এয়ারকুলারের চেয়ে বেশি ঠান্ডা আপনাকে দিতে পারে এই পোর্টেবল এসি। আর দাম? মাত্র ৩৯৯ টাকা।

এটি যদি আপনি অনলাইনে ডেলিভারির জন্য বুক করেন তাহলেও ডেলিভারি চার্জ সমেত ৫০০ টাকার মধ্যেই পেয়ে যাবেন এই আশ্চর্য মিনি পোর্টেবল এসি।
এখনই হয়তো খোলাবাজারে এই মিনি পোর্টেবল এসি পাবেননা। তবে একটু খোঁজখবর করলেই এমন ওয়েবসাইটের সন্ধান অনায়াসেই পেয়ে যাবেন যারা মিনি পোর্টেবল এয়ারকন্ডিশনার বিক্রী করছে।

By Partha Roy Chowdhury (কিঞ্জল রায়চৌধুরী)

Partha Roy Chowdhury (Bengali: কিঞ্জল রায়চৌধুরী) is staff journalist VoiceBharat News. email: kinjol@voicebharat.com