VoiceBharat News IMG 20220321 144151

তিনি হিন্দি চলচ্চিত্রের একটি গুরুত্বপূর্ণ নাম, বিশেষ গুরুত্ব পেয়েছেন পর্দায় ভারতীয় সেনার চরিত্র ফুটিয়ে তোলার জন্য। সেই নানা পাটেকর বিস্ফোরক প্রতিক্রিয়া দিলেন বিবেক অগ্নিহোত্রীর ‘দ্য কাশ্মীর ফাইলস’ ছবি সম্পর্কে! এটা মেনে নিতে অনেকেরই অসুবিধা হচ্ছে, বিশেষত তাদের –যাঁরা বিষের মতো বিশ্বাস ছড়ান মুসলিম মানেই জঙ্গিবাদ।

VoiceBharat News hqdefault


‘দ্য কাশ্মীর ফাইলস’ ছবি ঘিরে উত্তাল সিনেপাড়া। বহু বিশিষ্ট ব্যক্তিবর্গই সিনেমাটি দেখে নিজেদের প্রতিক্রিয়া ব্যক্ত করছেন। কেউ বলছেন ছবিটি ৯০ দশকে কাশ্মীরি পন্ডিতদের হত্যা ও উৎখাত নিয়ে দুর্দান্ত রিসার্চ ওয়ার্ক, উল্টোদিকে বেশ কয়েকজনের মূল্যায়ন অনুসারে ছবিটি অতিরঞ্জিত করে দেখানো মোটা দাগের হিন্দুত্ববাদের প্রচার! এমনই এক পরিস্থিতিতে হিন্দি মঞ্চ ও বড় পর্দার তুখোড় অভিনেতা নানা পাটেকর যে প্রতিক্রিয়া দিলেন তা রীতিমতো হইচই ফেলে দিয়েছে। নানা পাটেকরের প্রথম প্রতিক্রিয়াই হলো, এটি সাম্প্রদায়িক বিভেদ সৃষ্টিকারী উদ্দেশ্যমূলক ছবি।

VoiceBharat News images 2022 03 21T143559.383 1
সাংবাদিকদের নানা পাটেকর বলেন, “হিন্দু ও মুসলিম উভয় সম্প্রদায়ের মানুষ ভারতেরই বাসিন্দা। উভয়পক্ষকেই শান্তিতে থাকা উচিত। এঁদের পরস্পরকে প্রয়োজন। কোনও এক ছবির জন্য বিভাজনের পরিস্থিতি তৈরি হওয়া মোটেই কাম্য নয়। এমন ছবির মাধ্যমে যাঁরা সেই চেষ্টা করছেন তাদের কাছে জবাব চাওয়া উচিত। অন্যথায় সমাজ টুকরো টুকরো হয়ে ভেঙে যাবে।”

উল্লেখ্য, হিন্দি চলচ্চিত্রের পর্দায় নানা পাটেকরের একটি আলাদা স্থান রয়েছে ভারতীয় প্রশাসন ও সেনাবাহিনীর প্রতিভূ চরিত্র রূপে।

VoiceBharat News IMG 20220321 144802

 

‘প্রহার’ ছবিটির জন্য এমনকি তিনি আর্মির সাথে যোগ দিয়ে বিশেষ ট্রেনিং নিয়েছিলেন। এছাড়াও ‘আব তক ছাপ্পান্ন’, ‘যশবন্ত’ ও অসংখ্য ছবিতে তিনি ভারতীয় পুলিশ ও আর্মি চরিত্রে আলাদা একটি ঘরানাকে চিত্রায়িত করেছেন, যার সাম্প্রতিকতম উদাহরণ Attacks of 26/11- র মতো সিনেমা।

VoiceBharat News the attacks of 26 11 original imadj6akhcryjqba

এবার সেই নানা পাটেকরই ‘দ্য কাশ্মীর ফাইলস’ ছবিকে বিভেদকামী সিনেমা আখ্যা দিলেন। তাঁর এই মতামতকে চলচ্চিত্রপ্রেমীরা বিশেষ গুরুত্ব দিয়েই দেখবেন বলে মনে করা হচ্ছে।

By Partha Roy Chowdhury (কিঞ্জল রায়চৌধুরী)

Partha Roy Chowdhury (Bengali: কিঞ্জল রায়চৌধুরী) is staff journalist VoiceBharat News. email: kinjol@voicebharat.com