VoiceBharat News IMG 20220122 123745

বাবার সম্পত্তিতে কন্যার কতখানি অধিকার? এই প্রশ্ন দীর্ঘদিন ধরেই সমাজমননে ঘুরপাক খেয়ে চলেছে। পুত্র ও কন্যা সন্তানের মধ্যেই তফাৎ শুধু নয়, পুত্র না থাকলে পিতার নিকট আত্মীয়ের পুত্রসন্তানের সম্পত্তি পাওয়ার প্রচলিত এক ধারণা অনেকের রয়েছে। যেহেতু বিয়ের পরে কন্যার গোত্রান্তর, আবাসের স্থানান্তর (শ্বশুরবাড়ি) ইত্যাদির সাথে অধিকার বোধের চেতনাও মিলেমিশে আছে, তাই আমাদের সমাজে এই প্রশ্ন অনেকেই করে থাকেন। এবার একটি মামলার সূত্রে মাদ্রাজ হাইকোর্টের রায়ের প্রতিদ্বন্দ্বিতা করে এবিষয়ে স্পষ্ট রায় জানালো সুপ্রিম কোর্ট।

VoiceBharat News 350882 supreme court


সুপ্রিম কোর্টের রায় অনুযায়ী, উইল ছাড়াই অপুত্রক বাবার মৃত্যু হলে তাঁর কন্যা সন্তানই সম্পত্তির পুরো অধিকাংশ পাবেন, নিকট আত্মীয়ের পুত্র অর্থাৎ ভাইপো বা বোনপো নয়।
সুপ্রিম কোর্টে বিচারপতি এস আব্দুল নাজির ও কৃষ্ণ মুরারির ডিভিশন বেঞ্চে এই রায় গৃহীত হয়েছে। শীর্ষ আদালতের এই রায়কে বিশেষরূপে গুরুত্বপূর্ণ মনে করছেন অনেকেই।

বিশেষত উইল করে স্বেচ্ছায় কাউকে সম্পত্তি প্রদানের আগেই মৃত্যু ঘটে এমন সংখ্যাই প্রচুর, তাই সেক্ষেত্রে জটিলতা দেখা দেয়। কন্যাসন্তানকে বঞ্চিত করে উটকো দাবিদারও এসে হাজির হন। সেই সম্ভাবনাকে এবার রুখে দেবে এই আইন।

VoiceBharat News images 2022 01 22T135747.182
সুপ্রিম কোর্টের রায়ে পরিস্কার জানানো হয়েছে, উইল করার আগেই কোনও হিন্দু ব্যক্তির মৃত্যু হলে তাঁর সম্পত্তি, সেটা স্ব-উপার্জিত বা বংশ পরম্পরার প্রাপ্ত যাই হোকনা কেন, নির্বিবাদে সেই সম্পত্তির পূর্ণ অধিকার কন্যার ওপরেই বর্তাবে।
পুত্র ও কন্যা সন্তানের সমতা রক্ষায় এবং মেয়েদের অর্থনৈতিক স্বাধীনতার ক্ষেত্রে এই রায় নিঃসন্দেহে প্রশংসনীয়।

By Partha Roy Chowdhury (কিঞ্জল রায়চৌধুরী)

Partha Roy Chowdhury (Bengali: কিঞ্জল রায়চৌধুরী) is staff journalist VoiceBharat News. email: kinjol@voicebharat.com