VoiceBharat News IMG 20220507 130503

টিকিট থাকা সত্ত্বেও ভিআইপি আসার কারণে বাতিল করা হয় টয়ট্রেন। আনন্দ ভ্রমণে এই বিড়ম্বনার সম্মুখীন হয়ে প্রবল ক্ষোভ প্রকাশ করলেন ভারতীয় বাঙালি মহিলা।
কে আসছেন? প্রশ্ন করতে জানা যায়, জম্মু-কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ফারুক আবদুল্লা আসছেন। ভিআইপির সৌজন্যেই বাতিল করতে হচ্ছে টয় ট্রেন। দার্জিলিং বেড়াতে গিয়ে এই ঘটনায় রীতিমতো ক্ষুব্ধ হন ভারতীয় মহিলা। সেই ক্ষোভ প্রকাশ করে প্রতিবাদে নামেন তিনি। এই প্রতিবাদ সোশ্যাল মাধ্যমেও ছড়িয়ে যায়। মহিলার বিক্ষোভ ঘিরে ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়।

VoiceBharat News IMG 20220507 130307


আসলে তাঁর বাচ্চা মেয়েটির সাধ টয় ট্রেন চড়বে। শিশুর আব্দারের কাছে ভিআইপির সৌজন্য কতখানি আবেদন রাখে! ১৫ দিন আগে থেকেই টয়ট্রেনের টিকিট কেটে রেখেছিলেন তিনি। কিন্তু, আচমকাই বুধবার সকাল ৮টার সময় জানতে পারলেন টয়ট্রেন বাতিল করা হচ্ছে। তারপরেই প্রতিবাদে ফেটে পড়েন মহিলা। যখন টিকিটও কাটা হয়েছে তখন কেন তাদের টয়ট্রেন চড়তে দেওয়া হবেনা? এই নিয়ে ঝামেলার সূত্রপাত।

ভিআইপি আসার কারণে অন্যান্য যানবাহন, ট্রেন প্রভৃতি থামিয়ে দেওয়ার ঘটনা সাধারণভাবে প্রচলিত। সেরকমই টয় ট্রেনে ফারুক আবদুল্লার আসার খবর পেয়ে নির্দেশ অনুযায়ী সাধারণ যাত্রীদের জন্য ক্যান্সেল করা হয়েছিল ওই টয় ট্রেন। এটাই ‘সিস্টেম’। এবার সেই ‘সিস্টেমের’ দিকেই প্রতিবাদের আঙুল তুলে দিয়েছেন হায়দরাবাদের অধিবাসী এক সাধারণ বাঙালি মহিলা।

VoiceBharat News 1641065849 1595752508 farooq abdullah 2
সোশ্যাল মাধ্যমে এক ভিডিও মারফত ওই মহিলা বলেছেন, “সকাল ৮টার সময় জানতে পারছি ট্রেন বাতিল হয়ে গিয়েছে। কেন? কারণ একজন ভিআইপি ওই ট্রেনে যেতে চাইছেন। ওরা আগে থেকে জানতেন না যে একজন ভিআইপি আসছেন? হঠাৎ করে সকালে এসে কি তাঁরা বলেছেন আমরা দার্জিলিঙের ট্রেনে বসতে চাই?”

প্রশ্নটি যুক্তিসম্মত বলেই মনে করছেন নেটিজেনদের একাংশ। মেয়ের আশাভঙ্গের কথা শোনাতে গিয়ে রীতিমতো কেঁদে ফেলেন মহিলা।
তিনি বলেন, “আমার মেয়ে টয়ট্রেনে সফর করতে চেয়েছিল। তাই ওর জন্য ট্রেনের টিকিট কাটা। এভাবে টিকিট বাতিল করা হল কেন!”

সোশাল মাধ্যমে এই ভিডিওটি ছড়ানোয় অনেকেই মহিলার সপক্ষে আওয়াজ তুলেছেন। প্রশ্ন উঠেছে ভিআইপি সংক্রান্ত বিশেষ সৌজন্য দেখাতে গিয়ে সাধারণ মানুষজন কেন ভুক্তভোগী হবেন? এতে অবশ্য কাজ হয়েছে।

মহিলার প্রতিবাদের কাছে নতিস্বীকার করতে বাধ্য হয় ট্রেনের কর্তৃপক্ষ। ভিআইপি ট্রেনেই চড়ার অনুমতি দেওয়া হয় মহিলা এবং তাঁর শিশুকন্যাকে।
এব্যাপারে ‘দার্জিলিং হিমালয়ান রেলওয়ে’-র ডিরেক্টর এ.কে.মিশ্র এক সংবাদমাধ্যমে জানান, “ওই মহিলার যে সময় ট্রেন ছিল সেই ট্রেনটি রিশিডিউল করা হয়েছিল। ওই সময় একটি ভিআইপি ট্রেন যাওয়ার কথা ছিল। কিন্তু, তিনি জেদ ধরেন সেই সময়েই যাবেন। তাই তাঁকে একপ্রকার বাধ্য হয়েই ওই ভিআইপি ট্রেনে সফর করতে দেওয়া হয়।”

By Partha Roy Chowdhury (কিঞ্জল রায়চৌধুরী)

Partha Roy Chowdhury (Bengali: কিঞ্জল রায়চৌধুরী) is staff journalist VoiceBharat News. email: kinjol@voicebharat.com