VoiceBharat News images 2022 02 06T132252.391

দলের কর্মী এবং বিরোধী, সকলকেই একটি সোচ্চার বার্তা দিলেন কামারহাটির বিধায়ক মদন মিত্র। তৃণমূল কংগ্রেসের ক্ষমতা বোঝাতে গিয়ে তিনি বলেন, “তৃণমূল সর্বশক্তিমান ঈশ্বরের মতো।”

VoiceBharat News images 2022 02 06T131429.757


সম্প্রতি পুরভোটের প্রার্থী নির্বাচন নিয়ে তৃণমূল দলের অন্দরমহলে নিচতলার কর্মীদের মনে অসন্তোষ দেখা দিয়েছে। বিভিন্ন স্থানে বিচ্ছিন্ন বিক্ষোভ প্রকাশ করেছেন কর্মীরা। গতকাল সরস্বতী পূজোর দিন কামারহাটির অন্তর্গত বেলঘরিয়ার বাদামতলা মোড়েও টায়ার জ্বালিয়ে রাস্তা অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করতে দেখা যায়।

এই প্রসঙ্গে মদন কর্মীদের অসন্তোষকে সমর্থন জানিয়েও দলকে বড় করে দেখতে পরামর্শ দিয়েছেন। তিনি বলেন, “এমন অনেক প্রার্থীকে জানি যাঁরা দেওয়াল লিখনও করে ফেলেছিলেন। তাই ক্ষোভ হওয়া স্বাভাবিক।”

মদন মিত্র উদাহরণ দিয়ে বোঝান, “উচ্চমাধ্যমিক পরীক্ষার্থী হিসেবে আমি যদি জানতে পারি ফার্স্ট ডিভিশনে পাস করে ফেলেছি, কিন্তু পরে দেখা যায় তা হয়নি, দুঃখ তো হবেই। ওঁদের জন্য আমি সমব্যথী। কিন্তু কেন এমন হলো , দল নিশ্চয়ই সেটা বিবেচনা করে দেখছে। আসলে এই মূহুর্তে তৃণমূল যে জায়গায় দাঁড়িয়ে রয়েছে, তা সর্বশক্তিমান ঈশ্বরের মতো। এখানে যাই হোকনা কেন, তৃণমূলই জিতবে। সে রাস্তা অবরোধ হোক বা টায়ারই জ্বলুক।”

VoiceBharat News images 2022 02 06T131359.780
কর্মীদের এই বার্তা দিয়ে বিরোধীদেরও যেমন চমকালেন, তেমনই দলকেই বড় করে দেখতে নির্দেশ দিলেন কর্মীদের। তিনি আরো বলেন, “সকলকে বলব, দল ছেড়ে কেউ যাবেননা। কারণ অন্য কোনও দল সেই জায়গায় নেই।”
প্রার্থী নির্বাচনে রদবদল প্রসঙ্গে মমতা ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সাথেও আলোচনার আশ্বাস দিয়েছেন মদন মিত্র।

By Partha Roy Chowdhury (কিঞ্জল রায়চৌধুরী)

Partha Roy Chowdhury (Bengali: কিঞ্জল রায়চৌধুরী) is staff journalist VoiceBharat News. email: kinjol@voicebharat.com