new movie

ইউরোপ পাড়ি দিলেন হৃতিক রোশন এবং সইফ আলি খান । লক্ষ্য তাঁদের নতুন মুভির শুটিং ; সিনেমাপ্রেমী বিশেষত যারা তামিল সিনেমা দেখে তাদের অত্যন্ত খুশির খবর কারণ বিখ্যাত তামিল মুভি ‘ বিক্রম বেদ ‘ এর রিমেক নিয়ে হাজির বলিউডের দুই অভিনেতা । 

VoiceBharat News saif 4 817954452 sm


হৃতিক এবং সইফ আলি খানের জুটি দর্শক দেখেছিলো শেষ ২০০২ সালে ‘না তুম জানো না হম’ মুভিতে । সেই ছবিতে এশা দেওল থাকলেও বইটি তেমন চলেনি । এত বছর পর আবার সেই জুটি ফিরতে চলছে তামিল এর রিমেক নিয়ে । সিনেমার শুটিং অনেক আগে হওয়ার কথা থাকলেও করোনার কারণে তা পিছিয়ে যায় । তাই এবার জানানো হয়েছে , মুভির শুটিং বিদেশে হবে । সেই সিদ্ধান্তের কথা মাথায় রেখে প্রথমে সিন হবে সাইবেরিয়া ও পরে তা জর্জিয়াতে শিফট হবে বলে জানা গেছে । সিনেমার পরিচালনায় রয়েছেন সকলের প্রিয় পুস্কর-গায়িত্রী । সিনেমার প্রযোজনার দায়িত্বে নীরজ পান্ডে এবং Reliance entertainment সংস্থা । 

VoiceBharat News anil

তামিল মুভিতে মাধবন ও বিজয় যে দুই চরিত্রে অভিনয় করেন সেই চরিত্রগুলোয় দেখা যাবে হৃতিক ও সইফকে । পুলিশের চরিত্রে যেখানে সইফকে দেখা যাবে সেখানে তাঁকে চ্যালেঞ্জ জানাবে হৃতিক । সূত্রের খবর , সইফের স্ত্রীর চরিত্রে অভিনয় করছেন রাধিকা আপ্তে । 
করোনা পরবর্তী সময়ে শুটিং চালু বেশ স্বাচ্ছন্দ্যে করলেও বক্স অফিসে কতোটা সাফল্য পাবে এই মুভি তা নিয়ে চিন্তিত সকলে । তবে দুই অভিনেতা ও বাকিরাও তাঁদের ফ্যানদের উপর বিশ্বাস রেখেছেন ।

VoiceBharat News hrithik roshan and saif ali khan to star in upcoming hindi remake of tamil film vikram vedha

তাঁদের মতে , দর্শকরা সিনেমা হলে গিয়ে ভালোবাসা দেখাবে এবং বিক্রম বেদ ও অন্যান্য মুভির মতো ব্লক বাস্টার হবে । এখন দেখার , হৃতিক-সইফের জুটি দর্শক মনে কতটা প্রভাব ফেলতে পারে ।