VoiceBharat News IMG 20220118 110259

নিজের পরিবারের সদস্যদের সাথে প্রায়ই ছবি শেয়ার করেন বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত। সম্প্রতি তেমনই কিছু অন্তরঙ্গ ছবি শেয়ার করেছেন কঙ্গনা, যেখানে নিজের এক্কেবারে ছোটবেলার ছবি যেমন রয়েছে, তেমনই বাবা-মা-দিদির সাথে বিভিন্ন বয়সের ছবিও রয়েছে।

VoiceBharat News IMG 20220118 110352
মায়ের সাথে কিশোরী কঙ্গনা

সিনেমা জগতের পাশাপাশি সামাজিক মাধ্যমেও বেশ অ্যাক্টিভ অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত। বিভিন্ন ইস্যু নিয়ে নিজের সোচ্চার মতামত রাখতে, নিজের চিন্তাভাবনা, পারিবারিক মূহুর্তকে তুলে ধরতে তিনি সোশ্যাল মাধ্যমকেই বেছে নেন। এবার ‘মণিকর্নিকা’ অভিনেত্রী ক্লাস-টুতে পড়ার সময়কার ছবি শেয়ার করেছেন, সেজুগুজে পুতুল যেন একটা!

VoiceBharat News IMG 20220118 110420
তখন ক্লাস টু-তে কঙ্গনা

সাথে রয়েছে মায়ের সাথে কিশোরী কঙ্গনার ছবি। তাছাড়া দিদি রঙ্গোলীর অ্যাসিড আক্রান্ত হওয়ার আগেকার ছবিও শেয়ার করেছেন কঙ্গনা। উল্লেখ্য, এই দিদি কঙ্গনার জীবনে পথ চলার ক্ষেত্রে অভিভাবকের মতোই ছিলেন। অ্যাসিড অ্যাটাকের পর সেই দিদিই ছেলেমানুষের মতো আঁকড়ে ধরেন বোনকে। নির্মম স্মৃতিটা আজও দগদগে।

VoiceBharat News Untitled design 2020 11 18T123826.382 571 855 1624284858154 1624284880186
দিদি রঙ্গোলী

মাত্র ২১ বছর বয়সেই ঘটেছিল সেই ঘটনা। এক স্মৃতিচারণায় কঙ্গনা বলেছেন, “ওর যখন মাত্র ২১ বছর বয়স তখন এক রোডসাইড রোমিও ওর মুখে অ্যাসিড ছোঁড়ে। ভয়ানক অবস্থা হয়েছিল। মুখের একপাশ পুড়ে যায়, এক চোখের দৃষ্টিশক্তি নষ্ট হয়ে যায়, একটা কান গলে যায়, স্তন ক্ষতিগ্রস্ত হয়।”

VoiceBharat News 768 512 5664124 1063 5664124 1578655922217
অ্যাসিড অ্যাটাকের পর রঙ্গোলী

কঙ্গনা জানান, “দুতিন বছরে মোট ৫৩টি অপারেশন করতে হয়েছিল। শারীরিক ভাবে কিছুটা উন্নতি হলেও মানসিকভাবে ভীষণই ভেঙে পড়েছিল রঙ্গোলী। কথা পর্যন্ত বন্ধ হয়ে গিয়েছিল। ফ্যাল ফ্যাল করে চেয়ে থাকত শুধু। এরপর ওকে আমি যোগাসনের ক্লাসে নিয়ে যাই। যোগাভ্যাস শুরু করার পর নিজের সাথে লড়াইয়ের ক্ষমতা ফিরে পায়।”

VoiceBharat News IMG 20220118 110653
রঙ্গোলীর মিষ্টি মেয়েবেলা

সেই দিদি রঙ্গোলীর পুরোনো এক মিষ্টি ছবি শেয়ার করে কঙ্গনা মনে করিয়ে দিলেন, হাজার পরিবর্তনের মধ্যেও অতীত ঠিকই রয়ে যায়।

 

By Partha Roy Chowdhury (কিঞ্জল রায়চৌধুরী)

Partha Roy Chowdhury (Bengali: কিঞ্জল রায়চৌধুরী) is staff journalist VoiceBharat News. email: kinjol@voicebharat.com