VoiceBharat News IMG 20220130 141715

বিনোদন জগতে বিবাহ বিচ্ছেদ ঘটছে হামেশাই। ইদানিং বিবাহ, সম্পর্ক, বিচ্ছেদ নিয়ে প্রকাশ পাচ্ছে বিভিন্ন দৃষ্টিকোণ। তবে বলিউড ও দক্ষিণ ভারতীয় সিনেমা জগতের বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব রজনীকান্তের নাতির জবাব তার বাবা-মা ও নেটিজেনদের স্তম্ভিত করেছে।

VoiceBharat News IMG 20220130 142323


১৮ বছরের বিবাহিত জীবনে বিচ্ছেদ টানতে চেয়েছিলেন রজনীকান্তের মেয়ে জামাই ঐশ্বর্যা ও ধনুষ। এমনকি শ্বশুর রজনীকান্তের সাথেও আলোচনায় বসতে চাননি ‘কোলাভেরি ডি’ খ্যাত ধনুষ। এই প্রসঙ্গে তাঁর নাতিদের কাছে প্রশ্ন করলে যে জবাব পাওয়া গেল, তাতে চমকে উঠেছেন সকলেই!

VoiceBharat News images 2022 01 30T142213.514
ধনুষ-ঐশ্বর্যার দুই সন্তান। তার মধ্যে বড় ছেলে মাত্র ১৫ বছর বয়সী ছেলে যাত্রার কাছে জানতে চাওয়া হয়, বাবা মায়ের ডিভোর্সের পর সে কার সঙ্গে থাকতে চায়? উত্তরে যা বলল ছেলেটি, তাতে বাকরুদ্ধ এবং প্রশংসায় মেতে উঠল নেটমহল। এমনকি ঐশ্বর্যা ও ধনুষকেও এই উত্তর থমকে দিয়েছে। শেষপর্যন্ত হয়তো তাঁদের বিচ্ছেদের সিদ্ধান্ত বদলাতে হতে পারে, এব্যাপারে আশাবাদী সকলেই। খুশী বর্ষীয়ান নেতা-অভিনেতা রজনীকান্ত। তিনি কোনোমতেই এই বিচ্ছেদকে মানতে পারছিলেননা। নাতির উত্তর তাঁর মুখে মুচকি হাসি ফুটিয়ে তুলেছে।

VoiceBharat News images 2022 01 30T142200.773
যাত্রা কার সাথে থাকতে চায়, এই প্রশ্ন করা হলে পনেরো বছরের ছেলে জানায়, “বাবা মাকে এই প্রশ্ন করা হোক। তাদের যা উত্তর হবে, সেটাই আমার উত্তর।”
অপরিণত বয়সের একটি ছেলের মুখে এমন গভীর বাক্য শুনে চোখে পলক পড়ছেনা কারুর! প্রাপ্তমনস্ক বুঝি একেই বলে? আচম্বিত এই জবাবে স্বামী-স্ত্রীর বিবাহ বন্ধনে আরো শক্তপোক্ত গিঁট পড়ে গেল বলেই অধিকাংশ মানুষ মনে করছেন।

VoiceBharat News images 2022 01 30T142129.763 1

By Partha Roy Chowdhury (কিঞ্জল রায়চৌধুরী)

Partha Roy Chowdhury (Bengali: কিঞ্জল রায়চৌধুরী) is staff journalist VoiceBharat News. email: kinjol@voicebharat.com