VoiceBharat News IMG 20220209 141858

উত্তরপ্রদেশের আসন্ন নির্বাচনে বিজেপির শ্লোগান ছিল ‘আব কি বার, তিনশো পার’। তার বিপরীতে দাঁড়িয়ে অখিলেশ যাদবের সমর্থনে শ্লোগান দিয়ে উত্তরপ্রদেশে সাইক্লোন তুলে দিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি পাল্টে দিলেন বিজেপির শ্লোগান। বললেন, “আব কি বার অখিলেশ সরকার। আবকি বার সপা সরকার!”

VoiceBharat News images 2022 02 09T165821.346


যেনতেন প্রকারে বিজেপি হটাতে চাইছে দেশের সমস্ত আঞ্চলিক দল। আর ক্রমশই বিজেপি বিরোধী মঞ্চে নেতৃত্বকারী মুখ হয়ে উঠছেন মমতা বন্দ্যোপাধ্যায়। উত্তরপ্রদেশের নির্বাচনের প্রাক্কালেই লখনৌতে হাজির তৃণমূল নেত্রী। অখিলেশ যাদবের সমর্থনে কাঁপিয়ে দিলেন ভার্চুয়াল সভামঞ্চ। যোগী আদিত্যনাথকে একেবারে সরাসরি লক্ষ্য করে মমতা বললেন, “ফির যোগীজি আয়েগা তো আপ লোগকো খা যায়েগা।”

VoiceBharat News images 2022 02 09T170047.138
এই বক্তব্যে যোগীরাজ্যে সর্বনাশের দিকেই ইঙ্গিত করেছেন তৃণমূল নেত্রী। তিনি আরো বলেন, “শুধু ভোটের সময় সাধু সন্ন্যাসী হলে চলবেনা, সারা বছর সন্ন্যাসী হতে হবে।” এই শ্লেষ যে আদিত্যনাথ যোগীকে উদ্দেশ্য করেই, সেটা রাজনৈতিক বিশেষজ্ঞরা বুঝেছেন।

পাশাপাশি কংগ্রেসের সমালোচনাতেও সরব হন মমতা বন্দ্যোপাধ্যায়। আসাদউদ্দিন ওয়েইসিকে ‘বিজেপির কোকিল’ বলে সম্বোধন করেন। বক্তব্যে উঠে এসেছে কোভিড পরিস্থিতিতে উত্তরপ্রদেশের ব্যর্থতার নানা চিত্রও। উত্তরপ্রদেশের মানুষকে বাংলার উদাহরণ দিয়ে মমতা বলেন, “বাংলা পারলে উত্তরপ্রদেশও পারবে। বাংলায় হেরেছে বিজেপি, এবার উত্তরপ্রদেশেও হারবে। ১:১ হবে। অখিলেশ জিতবে। ঘরে ঘরে একটাই আওয়াজ — অখিলেশ জিন্দাবাদ।”

VoiceBharat News images 2022 02 09T170219.465
সমাজবাদী পার্টিও উত্তরপ্রদেশে জেতার অপেক্ষায়, এমনটাই তাদের বক্তব্যে প্রকাশ পাচ্ছে। সেই জল্পনার প্রদীপ আরো উস্কে দিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

By Partha Roy Chowdhury (কিঞ্জল রায়চৌধুরী)

Partha Roy Chowdhury (Bengali: কিঞ্জল রায়চৌধুরী) is staff journalist VoiceBharat News. email: kinjol@voicebharat.com