VoiceBharat News IMG 20220224 193455

কখনো তিনি তৃণমূলের প্রার্থী আবার কখনো বিজেপিতে। দুই দলের দেয়াল লিখনেই চোখে পড়ল মুকুল রায়ের ছেলে শুভ্রাংশু রায়ের নাম। আর সেই দেয়াল দেখেই ধাঁধায় পড়ল কাঁচড়াপাড়ার মানুষজন। বাবার অসুখ কি এবার ছেলেকে ধরল নাকি!

VoiceBharat News images 2022 02 24T133433.866


তবে যাঁরা সাম্প্রতিক ঘোষণা শুনেছেন তাঁরা জানেন, ২০২১ সালে শুভ্রাংশু বিজেপির প্রার্থী হলেও এবারের পুরসভা নির্বাচনে ৬ নম্বর ওয়ার্ডে তৃণমূল কংগ্রেসের প্রার্থী রূপে দাঁড়িয়েছেন মুকুল রায়ের ছেলে শুভ্রাংশু রায়। তবে কি পুরোনো দেয়াল লিখন না মোছার কারণেই এমন দ্বন্দ্বের উৎপাত? দেয়ালে লেখা বিজেপি প্রার্থী, আবার পাশেই টাঙানো তৃণমূলের হোর্ডিংয়েও সেই একই নাম! কিন্তু যদি পুরোনোই হয়, সেটা মোছেনি কেন কেউ?

VoiceBharat News images 2022 02 24T133612.712

বাবার মতো ছেলের প্রতিও কি সন্দেহ পোষণ করছে তৃণমূল কংগ্রেস! তবে এলাকাবাসী এসব ভেবে গালে হাত দিলেও তৃণমূল বিধায়ক সুবোধ অধিকারী শুভ্রাংশুকে সাথে নিয়ে বাড়ি বাড়ি পরিচয় করিয়ে দিচ্ছেন। তিনি বলেন , “আমরা সবাই মমতা ব্যানার্জীর সৈনিক। দিদির দুয়ারে সরকার-কে সামনে রেখে এবার ভোটের লড়াই হবে। ভোটে জিতলে কাউন্সিলররা সবার দুয়ারে দুুয়ারে যাবে। সবই দিদির ম্যাজিক।”

VoiceBharat News IMG 20220224 133646
ছবি সৌজন্য :- Zee ২৪ ঘন্টা

বেশ তা নাহয় হলো, কিন্তু দেয়াল লিখনের ম্যাজিকটাই অনেকের বোধগম্য হচ্ছেনা। বিজেপির যদিও প্রার্থী নিয়ে মাথাব্যথা নেই, দলই সব। দেয়াল লিখনের উদ্দেশ্যে কটাক্ষ করে বিজেপি প্রার্থী শৈলেন্দ্র সিং বলেন, “বিধানসভায় বীজাপুরে বিজেপি প্রার্থী হেরে গেলেও ৬ নম্বর ওয়ার্ডে জিতেছিল বিজেপি। এবার পুরভোটেও জিতবে।”

VoiceBharat News images 2022 02 24T133404.021

উল্লেখ্য, এই বীজাপুর থেকেই বিজেপির হয়ে বিধানসভায় লড়ে হেরেছিলেন মুকুল রায়ের ছেলে শুভ্রাংশু রায়। সেই ইঙ্গিত করেই শৈলেন্দ্র সিং খোঁচাটা দেন।

By Partha Roy Chowdhury (কিঞ্জল রায়চৌধুরী)

Partha Roy Chowdhury (Bengali: কিঞ্জল রায়চৌধুরী) is staff journalist VoiceBharat News. email: kinjol@voicebharat.com