VoiceBharat News IMG 20220325 231039

বিবেক অগ্নিহোত্রী পরিচালিত ছবি ‘দ্য কাশ্মীর ফাইলস’ ইতিমধ্যেই ২০০ কোটির ব্যবসায়িক অঙ্ক ছুঁয়ে ফেলেছে। ২০ কোটি টাকা বাজেটের চলচ্চিত্রটি ১৮০ কোটি টাকা লাভ তো করেছেই, একইসঙ্গে প্রচারের ব্যাপকতার নিরিখেও সাম্প্রতিক সমস্ত ছবির রেকর্ড ব্রেক করে দিয়েছে। সিনেমাটি ঘিরে বিকর্কও কম চলছেনা।

VoiceBharat News IMG 20220322 160020

একদিকে যেমন নব্বই দশকের কাশ্মীরি পন্ডিতদের জেনোসাইডের নির্মম দলিল হিসেবে আখ্যা দেওয়া হয়েছে, তেমনই এক বড় অংশের মানু্ষজন ও চলচ্চিত্রের সাথে যুক্ত অনেক ব্যক্তিত্ব সিনেমাটিকে নিছক প্রচারমূলক আখ্যা দিয়েছেন। তার মধ্যেই এক রোমহর্ষক ঘটনা সামনে এসেছে যা নেটিজেনদের স্তম্ভিত করেছে।

VoiceBharat News IMG 20220325 230245
এক মহিলা ‘দ্য কাশ্মীর ফাইলস’ ছবির পোস্টারটি নিজেহাতে এঁকেছেন। শিল্পীর নাম মঞ্জু সোনি। জানা যাচ্ছে এই পোস্টারটি নাকি শিল্পী তাঁর নিজের রক্ত দিয়ে এঁকেছেন! দেখে চমকে উঠেছেন অনেকেই।

VoiceBharat News 369191 kashmirfiles
একটা ছবিসম্পর্কে এই যে পাগলপান্তি, কীভাবে আখ্যা দেওয়া যায় একে? সেন্টিমেন্টাল গ্রাউন্ডে বিষয়টি স্পর্শকাতর হলেও এমন ঘটনা কাম্য নয়। এমনকি পরিচালক বিবেক অগ্নিহোত্রীও শুরুতে উচ্ছ্বসিত প্রশংসা করলেও, পরক্ষণেই নিজেকে সংবরণ করেছেন।

 

VoiceBharat News 20220325 221646

ট্যুইটারে মঞ্জু সোনির ছবি সমেত গোটা ব্যাপারটির খবর শেয়ার করে বিবেক অগ্নিহোত্রী বলেন, “অবিশ্বাস্য! মঞ্জু সোনিজি, আমি কিভাবে আপনাকে ধন্যবাদ জানাবো ভাষা খুঁজে পাচ্ছিনা। আপনাকে শত শত প্রণাম ও কৃতজ্ঞতা।” এমনকি মহিলার কন্ট্যাক্ট নাম্বারও চেয়েছেন বিবেক। কিন্তু এই ট্যুইটেই আবার রিট্যুইট করে বিষয়টি অনুচিত এমন কথাও বলেছেন পরিচালক।

VoiceBharat News IMG 20220325 222009 1
বিবেক অগ্নিহোত্রী বলেছেন, “যদিও আমি এই অনুভূতির প্রশংসা করছি। কিন্তু আমার গুরুত্ব সহকারে অনুরোধ, এই ধরনের কিছ না করাই কাম্য। এটা একদমই ভালো নয়।”
মঞ্জু সোনির ঘটনায় ‘দ্য কাশ্মীর ফাইলস’ ঘিরে এই আরেকটি প্রতিক্রিয়া সাড়া ফেলল।

VoiceBharat News IMG 20220325 222039

By Partha Roy Chowdhury (কিঞ্জল রায়চৌধুরী)

Partha Roy Chowdhury (Bengali: কিঞ্জল রায়চৌধুরী) is staff journalist VoiceBharat News. email: kinjol@voicebharat.com