VoiceBharat News 1642639442 rahul

উত্তর ও দক্ষিণ প্রান্ত সংযুক্ত করে প্যাংগং হ্রদের ওপরে ভারতের খুব কাছাকা‌ছি স্থানে নির্বিঘ্নে একটা সেতু নির্মাণ করে চলেছে চিন, যার মধ্যে নিঃশব্দ বিপদের সংকেত দেখতে পাচ্ছেন রাজনৈতিক মহলের একাংশ। অথচ আশ্চর্যজনকভাবে ভারত সরকার এই ব্যাপারে সম্পূর্ণ নীরব। সেই প্রসঙ্গ উল্লেখ করেই ট্যুইট করলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। পাশাপাশি তাঁর কটাক্ষ, মোদীজি আবার এই সেতু উদ্বোধন করতে চলে যাবেননা তো!

VoiceBharat News IMG 20220120 171906


প্রসঙ্গত এর আগেও জানুয়ারির গোড়ায় রাহুল গান্ধী চিনের এই সেতুর প্রসঙ্গ তুলে সতর্ক করার চেষ্টা করেছিলেন। এবার গতকালকের ট্যুইটে নির্মীয়মাণ সেতুটির স্যাটেলাইট ছবিতে ইন্ডিকেশন দিয়ে রাহুল দেখিয়েছেন লাদাখের ঠিক কোন পয়েন্টে এই সেতু নির্মিত হচ্ছে। ৫০০ মিটার দীর্ঘ এই সেতুর নির্মাণ কার্য প্রায় শেষের পথে। আন্দাজ করা হচ্ছে, এই শীতের মধ্যেই প্যাংগং সেতু তৈরি হয়ে যাবে। ভারতের পাড় ঘেঁষে এই চিনের এই বৃহত্তম সেতু নির্মাণ নিয়ে প্রধানমন্ত্রী বাধা দিচ্ছেননা কেন? সেই প্রশ্নই তুললেন রাহুল।

VoiceBharat News IMG 20220120 174333
ট্যুইটে তিনি লিখেছেন ,”আমাদের দেশে খুব কৌশলে গুরুত্বপূর্ণ কূটনৈতিক এক স্থানে চিন একটা ব্রিজ তৈরি করছে। আমাদের প্রধানমন্ত্রী চুপ করে রয়েছেন। এই নীরবতা চিনের Peoples Liberation Army-র মনোবল আরো বাড়িয়ে দিচ্ছে। এখন আমার একটাই ভয়, প্রধানমন্ত্রী ওই সেতু উদ্বোধন করতে না চলে যান!”

‘উদ্বোধন’ শব্দটি দিয়ে প্রধানমন্ত্রীর সাম্প্রতিক ভাবমূর্তির প্রতি ভালোরকমই কটাক্ষ করেছেন রাহুল গান্ধী। এখন প্রধানমন্ত্রী তথা কেন্দ্রের প্রতিক্রিয়া পাবারই অপেক্ষা।

By Partha Roy Chowdhury (কিঞ্জল রায়চৌধুরী)

Partha Roy Chowdhury (Bengali: কিঞ্জল রায়চৌধুরী) is staff journalist VoiceBharat News. email: kinjol@voicebharat.com