VoiceBharat News IMG 20220315 231727

সামাজিক জগতে বসবাস করলেও প্রত্যেকটি মানুষের আলাদা আলাদা বৈশিষ্ট্য রয়েছে। এই থেকেই ব্যক্তিত্ব তৈরি হয়। কোন ব্যক্তির ব্যক্তিত্ব কেমন, সেটা বোঝার নানা উপায় রয়েছে। পারস্পরিক মেলামেশার ক্ষেত্রে আমরা কোনো ব্যক্তি সম্পর্কে খানিকটা ধারণা করতে পারি। তেমনই দূর থেকেও অনেকে পরস্পরকে বোঝবার চেষ্টা করে থাকেন। তবে সম্প্রতি অস্ট্রেলিয়ার এক গবেষণায় একটি চমকপ্রদ তথ্য উঠে এসেছে। এখানে দেখানো হয়েছে একজন ব্যক্তি কীভাবে তাঁর স্মার্টফোন ব্যবহার করছেন তা দেখে ব্যক্তি কীধরনের তা বেশ বোঝা যায়।

VoiceBharat News images 2022 03 15T230515.076
প্রতীকী ছবি

অস্ট্রেলিয়ার আরএমআইটি ইউনিভার্সিটির এই সমীক্ষা বলছে, ফোনে কথা বলতে বলতে একজন ব্যক্তি কীভাবে হাঁটছেন, রাতে কতক্ষণ ফোনে কথা বলছেন, সপ্তাহের সাত দিন ফোনটিকে কোন কোন কাজে ব্যস্ত রেখেছেন এই খুঁটিনাটি লক্ষ্য করলে মানুষটির কেমন ব্যক্তিত্ব তা ভালোমতো আন্দাজ করা যায়। এর কয়েকটি উদাহরণ দিয়েছেন ইউনিভার্সিটির অধ্যাপক ফ্লোরা সালিম।

VoiceBharat News images 2022 03 15T230408.869
প্রতীকী ছবি

সমীক্ষা অনুযায়ী তিনি বলেছেন, “সপ্তাহের প্রতিটি দিন যাঁরা কাজে সমান ব্যস্ত থাকেন তাঁরা সাধারণত অন্তর্মুখী বা ইন্ট্রোভার্ট প্রকৃতির হন। তেমনই সাতদিনের ব্যস্ত মূহুর্তেও বিভিন্ন লোকজনের সাথে দেখাসাক্ষাৎ মেলামেশা বজায় রাখেন এক্সট্রোভার্ট প্রকৃতির মানুষজন। উদার চরিত্রের মানুষেরা সাধারণত উইকএন্ডে বা অন্যান্যদিন সন্ধের দিকে ব্যস্ত রাখেন নিজেকে। দয়াশীল মহিলারা ফোনে random আউটগোয়িং কল বেশি করেন। কট্টর ন্যায়পরায়ণ ব্যক্তিরা অল্পদিনের ব্যবধানে একই লোকের সাথে বারবার দেখা করেননা।

VoiceBharat News images 2022 03 15T230429.287
প্রতীকী ছবি

সেন্সিটিভ ব্যক্তিত্বের মহিলারা ঘন ঘন ফোন চেক করেন, স্মার্টফোনের ব্যবহার খুব ফ্রিকোয়েন্টলি হয়, তেমনই অনুভবশীল পুরুষের ক্ষেত্রে হয় এর ঠিক উল্টো। অনুসন্ধানী প্রকৃতির মানুষজন খুব কমই রিসিভ করেন ফোন।” এসব নানা তথ্য উঠে এসেছে এই সমীক্ষা থেকে।

VoiceBharat News images 2022 03 15T230813.846
প্রতীকী ছবি

আরএমআইটির পিএইচডি ছাত্র ন্যান্সি গাও-র মতে,” প্রযুক্তি নির্ভর সোশ্যাল মিডিয়ার আর্টিফিশিয়াল ইন্ট্যালিজেন্স (A.I.) এই উপায়েই মাধ্যমেই মানুষের ধরণ ধারণের নাগাল পাবার চেষ্টা করে। সেই অনুযায়ীই ফ্রেন্ড রেকমেন্ডেশন, বিজ্ঞাপন আসে এই পদ্ধতিতে মানুষের চারিত্রিক গবেষণার পরেই।
তবে এসবই এক চলমান প্রক্রিয়া। নিরন্তর পরীক্ষা নিরীক্ষায় আরো নতুন নতুন ব্যাখ্যাও উঠে আসতেই পারে।

By Partha Roy Chowdhury (কিঞ্জল রায়চৌধুরী)

Partha Roy Chowdhury (Bengali: কিঞ্জল রায়চৌধুরী) is staff journalist VoiceBharat News. email: kinjol@voicebharat.com