VoiceBharat News aadhaar 3

এই মূহুর্তে ভারতীয় নাগরিকের অতি গুরুত্বপূর্ণ নথি হলো আধার কার্ড। কিন্তু বহু ক্ষেত্রেই আধার কার্ড হাতে পাওয়ার পর দেখা যায় কিছু না কিছু ত্রুটি রয়ে গিয়েছে। এই ভুলগুলি সংশোধনের জন্য আর কোনও সংস্থায় ছুটোছুটি করতে হবেনা। অনলাইনে নিজেই সংশোধন করতে পারবেন। পদ্ধতিগুলি ধাপে ধাপে জেনে নিন।
যে ত্রুটিগুলো সংশোধন করা যায় —
১) ভাষা
২) নাম
৩) জন্মতারিখ
৪) ঠিকানা
৫) লিঙ্গ পরিচিতি

VoiceBharat News aadhaar card update image 0


UIDAI (ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া)-র অফিসিয়াল ওয়েবসাইট myaadhar.uidai.gov.in এ গিয়ে এই তথ্যগুলি সংশোধন করা যায়।
তথ্য সংশোধন করতে যে নথিপত্র আবশ্যিক —
১) আধার কার্ড নাম্বার
২) আধার কার্ডে লিঙ্কযুক্ত মোবাইল নাম্বার
৩) অ্যাড্রেস প্রুফ এবং পরিচয়পত্র
অনলাইন আধার কার্ডের তথ্য সংশোধনের জন্য কত টাকা চার্জ লাগবে–
জানুয়ারি,২০২২ সালের প্রকাশিত তথ্য অনিযায়ী প্রত্যেকটি কার্ডপিছু চার্জ লাগবে ৫০/- টাকা। এই চার্জ আপনি ডেবিট কার্ড অথবা upi id ব্যবহার করে করতে পারবেন।
সংশোধনের পদ্ধতি —
১) myaadhar.uidai.gov.in ওয়েব পোর্টালে  লগইন করলে একটি পেজ খুলবে।
২) প্রথম বাক্সে আধার কার্ডের নম্বর লিখুন, নিচের বাক্সে ক্যাপচা অর্থাৎ পরীক্ষার জন্য দেওয়া নাম্বার ও অক্ষরগুলি সঠিকভাবে চিহ্নিত করে টাইপ করে send otp বাটনে ক্লিক করে দিন।

VoiceBharat News IMG 20220307 141851
৩) কয়েক সেকেন্ডের মধ্যে আপনার আধার লিঙ্ক করা মোবাইল নাম্বারে otp এসে যাবে। সেই নাম্বারটি দেখে নির্ধারিত স্থানে টাইপ করুন, এরপর লগইন করে নিন।
৪) পাশাপাশি ও ওপরনিচে পরপর অনেকগুলি বাক্স দেখতে পাবেন। এর মধ্যে update aadhar online বাক্সটি বেছে নিয়ে ক্লিক করুন।

VoiceBharat News IMG 20220307 142211
৫) তারপর proceed update এ ক্লিক করুন।
৬) নতুন যে পেজটি খুলবে সেখান থেকেই বেছে নিন কোন ভুলটি আপনি সংশোধন করতে চান।
৭) তথ্য বা তথ্যগুলি সিলেক্ট করার পর proceed to update aadhar এ ক্লিক করে আপনার নতুন তথ্যগুলি যেমন ঠিকানা, নাম ইত্যাদি টাইপ করে দিন
৮)  এরপর manual upload এ গিয়ে আপনার প্রামাণ্য ডকুমেন্টটি কী ধরণের তা সিলেক্ট করুন (জন্ম পরিচিতি বা ঠিকানার প্রুফ)। সেই ডকুমেন্টটের PDF file upload করে দিন। তারপর next বাটনে এ ক্লিক করে দিন।

VoiceBharat News IMG 20220307 142443
৯) এবারের পেজটিতে আপনি রিভিউ  করে মিলিয়ে নিন, যে তথ্যগুলি দিয়েছেন সেগুলিতে ভুল রয়েছে কিনা। ভুল থাকলে editএ গিয়ে সংশোধন করে নিতে পারেন, ঠিক থাকলে পরবর্তী অপশান বেছে next করে নিন।

VoiceBharat News IMG 20220307 143158
১০) এবার পেমেন্ট প্রসেসের জন্য একটি পেজ খুলবে। make payment বাক্সে ক্লিক করে কীভাবে পেমেন্ট করবেন তা বেছে নিন।

VoiceBharat News IMG 20220307 143739
১১) ৫০/- টাকা পেমেন্ট করে আবেদনটি সাবমিট করুন। আপনার পেমেন্টের বিনিময়ে একটি রসিদ বা acknowledgement slip আসবে, সেটি ডাউনলোড করে নিন। এই পদ্ধতিতে আবেদনটি জমা পড়বার পর যখন খুশি আপনি তার স্ট্যাটাস দেখে নিতে পারেন।
উল্লেখ্য, এই প্রতিবেদনটি জানুয়ারি, ২০২২ বর্ষের পাওয়া তথ্য অনুসারে লিখিত।

By Partha Roy Chowdhury (কিঞ্জল রায়চৌধুরী)

Partha Roy Chowdhury (Bengali: কিঞ্জল রায়চৌধুরী) is staff journalist VoiceBharat News. email: kinjol@voicebharat.com