আইনস্টাইনের জিভ বার করা ছবি কেন এত জগত বিখ‍্যাত?

অ্যালবার্ট আইনস্টাইনের নামের সঙ্গে সবাই পরিচিত।জগৎ বিখ্যাত ছিলেন পদার্থবিজ্ঞানের জন‍্য।তাঁর অনেক আচরণই অনেকের কাছে খুব বিস্ময়ের ছিল।সেই রকমই একটি জিভ বের করা ছবি নেটমাধ‍্যমে প্রায়ই চোখে পড়ে। ৭০ বছর আগে তোলা হয় জিভ বার করা ছবিটি।দেখে আপনার মনে হতে পারে তিনি নিশ্চয় কাউকে জিভ ভেঙাচ্ছেন। কেন জিভ বার করা অবস্থায় এমন অদ্ভুত ছবি তুলেছিলেন তিনি।

আর কেন   কিসের জন‍্য তাঁর এই ছবিটি  বিখ্যাত হয়ে গিয়েছিল? আসুন জেনে নেওয়া যাক। ১৮৭৯ সালের ৪মার্চ আইনস্টাইনের জন্ম হয় উলম শহরে। ১৯৫১ সালে আমেরিকার নিউ জার্সির প্রিন্সটনে ইনস্টিটিউট ফর অ্যাডভান্সড স্টাডিতে গবেষণা করতেন। একবার তাঁর জন্মদিন উপলক্ষে  গবেষণাগারের কেন্দ্রে তাঁর সহকর্মীরা এক অনুষ্ঠানের ব‍্যবস্থা করেছিলেন। সেই অনুষ্ঠানে আইনস্টাইন অ্যালবার্ট এর  যোগদান করার খবর ছড়িয়ে পড়তেই গবেষণা কেন্দ্রের বাইরে ভিড় জমতে শুরু করেছিল।সাংবাদিকদের সঙ্গে ছিল পাপারাৎজিরা।ক‍্যামেরার সামনে আলোর ঝলকানি তাঁর একদম পছন্দের ছিল না ।

সেই সাংবাদিকদের ক‍্যামেরার মুখে তাঁকে পড়তে হলো। ক্যামেরার ঝলক এবং বিভিন্ন প্রশ্নে জর্জরিত সঙ্গে বিরক্ত হয়ে একাধিকবার  পাপারাৎজিতদের ছবি তোলা বন্ধ করার অনুরোধ করছিলেন আইস্টাইন। এমন সময় হঠাৎই এক চিত্রগ্রাহকের তরফ থেকে হাসি মুখে ছবি তোলার অনুরোধ আইনাস্টাইনের দিকে ভেসে আসে। বিরক্ত হয়ে  আইনস্টাইন হাসির বদলে ছুঁড়ে দিলেন জিভ বার করা এক  অদ্ভুত ভঙ্গিমায় ছবি।সেই ছবিই চিত্রগ্রাহক আর্থার স্যাসের ক্যামেরায় বন্দি হয়ে গেল তৎক্ষনাৎ। পরবর্তীকালে সেই  জিভ বার করা ছবি সারা বিশ্বে ছড়িয়ে পড়ে এবং একটি আইকনিক ছবি হিসাবে পরিণত হয়।ছবিটি তাঁর এত পছন্দের তালিকায়  হয়েছিল যে সেই ছবির একাধিক কপি চিত্রগ্রাহকের কাছ থেকে নিয়েছিলেন। অনেকে মনে করেন  যে অদ্ভুত এই স্বভাবগুলো আইনস্টাইনের মস্তিষ্ককে অনেক বেশী সুতীক্ষ্ণ করে তুলেছিল। 

Dipika Paul (Diya)

Recent Posts

বিদেশের মাটিতে কি তৈরি হচ্ছে হিন্দুরাষ্ট্র ! কি এর সত্যতা?

ভারতে বেশ কিছু হিন্দু দের দাবি রয়েছে তারা একদিন ভারত কে হিন্দু রাষ্ট্র হিসাবে পরিচয়…

1 year ago

সোশাল মিডিয়ায় বর্বরতার ভিডিও ভাইরাল! আটক ৪ জন

আজও কিছু মানুষের মধ্যে দেখা যায় বর্বরতার। আসামে হাইলাকান্ডির ঘটনা ৪জন কে আটক করে পুলিশ।…

1 year ago

বিজেপির সুফারিশে হলেন মাদ্রাস হাইকোর্টের জাজ!

বিজেপির সুফারিশ পেয়ে হলেন মাদ্রাস হাইকোর্টের জাজ! আজকাল কি তবে এই ভাবেই পাওয়া যায় কোনো…

1 year ago

অচলাবস্থা থেকে নিস্তার পাবে সংসদ! আদানি ইস্যু তে হবে আলোচনা

কয়েকদিন ধরেই বেশ তোলপাড় চলছে সংসদ হচ্ছে একের পর এক বৈঠক মুলতুবি। সংসদ ভবন হোক…

1 year ago

রাজ্য জুড়ে চলছে রেশনের ধর্মঘট! দিল্লি চলো ডাক তুলেছেন রেশন ডিলাররা!

রাজ্য জুড়ে চলছে রেশনের ধর্মঘট। জানা গিয়েছে আগামী ৭২ ঘণ্টা কেউ পাবেন না রেশন। কিন্তু…

1 year ago

বিয়ে করছেন সিদ্ধার্থ এবং কিয়ারা! জানুন কবে কোথায়?

বলিউডে লাভ বার্ডস দের মধ্যে আরেকটি জুটি বিবাহ বন্ধনে আবদ্ধ হতে চলেছেন। শুরু তে এই…

1 year ago