মাথা ন্যাড়া করে বিজেপি করার প্রায়শ্চিত্ত ! তৃণমূলের পথে ত্রিপুরার বিধায়ক

আর নয় বিজেপি দলে । সব কিছু ঠিকঠাক থাকলে মহালয়ার দিনেই তৃণমূলে যোগ দিতে চলেছেন ত্রিপুরার বিজেপি বিধায়ক আশিস দাস। ত্রিপুরা থেকে হটাৎ কলকাতায় এসে মাথা ন্যাড়া করে গঙ্গায় ডুব দিলেন আশিসবাবু। বিজেপির বিরুদ্ধে অভিযোগ তোলেন।

ত্রিপুরার বিজেপি বিধায়ক আশিস দাস নামকরা নেতা। দিন কয়েক ধরে তৃণমূলের প্রশংসা ধরা পড়ছিল তাঁর গলায়। ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব দেবের আচরণের বিরুদ্ধে একাধিকবার সমালোচনা শোনা গিয়েছে তাঁর মুখে। তাই ভবানীপুর উপনির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়ের সাফল্যের পরের দিনেই তৃণমূলে যোগ দেওয়ার ইচ্ছা প্রকাশ করেন আশিস দাস। এমনকী এবার ত্রিপুরা থেকে কলকাতায় এসে বিজেপি করার ‘প্রায়শ্চিত্ত’ করতে মাথা ন্যাড়া করাবেন বলে জানিয়েছিলেন তিনি। হলো তাই। মহালয়ার আগের দিনেই ত্রিপুরা থেকে কালীঘাটে এসে প্রতিশ্রুতি সারলেন বিজেপি বিধায়ক।

মাথা ন্যাড়া করে আদি গঙ্গায় ডুব দিলেন ত্রিপুরা রাজ্যের এই বিধায়ক। সম্ভবত আগামিকাল তিনি তৃণমূলে যোগ দেবেন। এর আগে ত্রিপুরায় তৃণমূলের আন্দোলন সকলের জানা। সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মিছিলে অনুমতি না দেওয়া নিয়ে বিতর্ক তৈরি যায়। বিপ্লব দেবের বিজেপি সরকার করোনা বিধির কথা জানিয়ে অভিষেকের মিছিলে অনুমতি দেয়না।

এই ঘটনা নিয়ে বিতর্কের সৃষ্টি। বিজেপি নেতৃত্বাধীন সরকারের সমালোচনায় সরব গেরুয়া বিধায়ক আশিস দাসের পদক্ষেপ সকলকে অবাক করে। ত্রিপুরায় আইনের শাসন নেই বলে জানান তিনি। পরে তাঁর বিরুদ্ধে সমালোচনার ঝড় বইলেও তিনি নিজের বক্তব্যে অনড় থেকে যান । কালীঘাটে এসে বিপ্লব দেবের সমালোচনা করে বলেন , বিজেপিকে না হারানো পর্যন্ত তিনি মাথা ন্যাড়া রাখবেন ।

বাংলায় তৃতীয়বারের জন্য বিপুল সাফল্য নিয়ে ক্ষমতায় আসার পর তৃণমূলের চোখ ত্রিপুরায়। বিজেপি শাসিত ত্রিপুরায় সংগঠন তৈরি করতে মরিয়া তৃণমূল। এই অবস্থায় বিজেপি বিধায়ক সত্যি যদি তৃণমূলে যোগ দেন তবে তা তৃণমূলের কাছে লাভ হবে বলে জানায় সকলে ।

Sayan Das

Recent Posts

বিদেশের মাটিতে কি তৈরি হচ্ছে হিন্দুরাষ্ট্র ! কি এর সত্যতা?

ভারতে বেশ কিছু হিন্দু দের দাবি রয়েছে তারা একদিন ভারত কে হিন্দু রাষ্ট্র হিসাবে পরিচয়…

1 year ago

সোশাল মিডিয়ায় বর্বরতার ভিডিও ভাইরাল! আটক ৪ জন

আজও কিছু মানুষের মধ্যে দেখা যায় বর্বরতার। আসামে হাইলাকান্ডির ঘটনা ৪জন কে আটক করে পুলিশ।…

1 year ago

বিজেপির সুফারিশে হলেন মাদ্রাস হাইকোর্টের জাজ!

বিজেপির সুফারিশ পেয়ে হলেন মাদ্রাস হাইকোর্টের জাজ! আজকাল কি তবে এই ভাবেই পাওয়া যায় কোনো…

1 year ago

অচলাবস্থা থেকে নিস্তার পাবে সংসদ! আদানি ইস্যু তে হবে আলোচনা

কয়েকদিন ধরেই বেশ তোলপাড় চলছে সংসদ হচ্ছে একের পর এক বৈঠক মুলতুবি। সংসদ ভবন হোক…

1 year ago

রাজ্য জুড়ে চলছে রেশনের ধর্মঘট! দিল্লি চলো ডাক তুলেছেন রেশন ডিলাররা!

রাজ্য জুড়ে চলছে রেশনের ধর্মঘট। জানা গিয়েছে আগামী ৭২ ঘণ্টা কেউ পাবেন না রেশন। কিন্তু…

1 year ago

বিয়ে করছেন সিদ্ধার্থ এবং কিয়ারা! জানুন কবে কোথায়?

বলিউডে লাভ বার্ডস দের মধ্যে আরেকটি জুটি বিবাহ বন্ধনে আবদ্ধ হতে চলেছেন। শুরু তে এই…

1 year ago