mamata banerjee

উপনির্বাচন আর তার জেরেই পিছিয়ে গেলো মমতা ব্যানার্জির উত্তরবঙ্গ সফর । ভবানীপুর কেন্দ্রে দিদি পদপ্রার্থী ঘোষণা হওয়ার পর সবার নজর ছিলো এই দিকে । ৩০ শে সেপ্টেম্বর ভোটের দিন ঘোষণা হওয়ার পর তাই রাজনীতিতে উত্তাপ চরমে আর এবারে সেই কারণে নিজের সফর বাতিল করলেন মমতা ব্যানার্জি । 
ঠিক হয়েছিলো , ৫ ই সেপ্টেম্বর উত্তরবঙ্গ সফরে যাবেন দিদি । সেখানে গিয়ে বিভিন্ন প্রশাসনিক বৈঠকে যোগ দেওয়ার কথাও ছিলো তাঁর ।

VoiceBharat News Mamata Banerjee 1 630x420 1

বিভিন্ন বিষয়ে আলোচনা থেকে শুরু করে একাধিক বিজেপি নেতার তৃণমুলে ফেরার জল্পনা শোনা যায় বিভিন্ন সূত্রে । কিন্তু দলের পাখির চোখ যে ভবানীপুর কেন্দ্রে দিদিকে জিতিয়ে তাঁকে মুখ্যমন্ত্রী করা তা স্পষ্ট হলো সফর বাতিলের সিদ্ধান্তে । 

VoiceBharat News a5ca844c47dd 1


সফরের পরিবর্তে শোনা যাচ্ছে , ৬ ই সেপ্টেম্বর মনোনয়ন জমা দিতে পারেন দিদি । এরপর ভোটের জন্য প্রচারও শুরু করার প্ল্যান রয়েছে । করোনার কারণে যদিও ২০ তারিখের পর প্রচার চালু করার কথা নির্বাচন কমিশন জানালেও বিভিন্ন স্থানে পোস্টার ও প্রচার চালু করে দিয়েছে তৃণমূল । 
ভোটের পর পুজো আসছে । ফলে দিদির উত্তরবঙ্গ সফর যে অনেকটা পিছিয়ে গেলো তা বলা যায় ।