mamta banerjee

বেশ কিছু সময় ধরেই ট্রেন না চলার কারনে ক্ষিপ্ত রাজ্যবাসি। এই কারনে বিক্ষোভ ও প্রকাশ করেছেন অনেকে।

VoiceBharat News IRCTCspltrain

এই মহামারি থেকে রুখে দারাতে রাজ্যে ফের বাড়ানো হল লকডাউনের সময় সীমা। আগামি ১৫ জুলাই অবধি লকডাউন জারি থাকলেও বিশেষ কয়েকটি বিষয়ে দেওয়া হয়েছে বাড়তি ছাড়। যার মধ্যে বিশেষ ভাবে উল্লেখ্য করা হয় ৫০ শতাংশ যাত্রী নিয়ে চলবে সরকারি, বেসরকারি ও স্টেট বাস গুলি।

কিন্তু দেওয়া হয়নি ট্রেন এর উপর ছাাড়,১৫ জুলাই পর্যন্ত বন্ধ থাকবে সমস্ত ট্রেন।

মুখ্যমন্ত্রীর কাছে ট্রেন চালু করার বিষয়ে প্রশ্ন করলে তিনি জানান, সমস্ত কিছু একসাথে শুরু করা সম্ভব নয়। একসাথে এত কিছু ছাড় দিলে রাজ্যে ফের বেড়ে যেতে পারে করনা সমস্যা। তিনি এটাও বলেন রাজ্যে এত বিধিনিষেধ মানার কারনেই করনা আক্রান্ত সংখ্যা কমে এসেছে।

সুতরাং ট্রেন চালু করার সিধান্ত টি ১৫ জুলাই এর পর রাজ্যে করনা পরিস্তিথি দেখে নেওয়া হবে।

By Nisha Das

Nisha Das, Publisher Of VoiceBharat News nisha@voicebharat.com