VoiceBharat News 1498766728 3149

গান্ধী জয়ন্তীতে রাজঘাটে গান্ধীকে শ্রদ্ধাজ্ঞাপন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। একইসঙ্গে দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী লালবাহাদুর শাস্ত্রীর জন্মবার্ষিকীতে বিজয়ঘাটে তাঁর সমাধিস্থলে মাল্যদান করেন মোদি।

আজ শনিবার দেশজুড়ে পালিত জাতির জনক মহাত্মা গান্ধীর জন্মজয়ন্তী। একই সঙ্গে প্রাক্তন প্রধানমন্ত্রী লালবাহাদুর শাস্ত্রীর জন্মবার্ষিকী পালন করে দেশ। এদিন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পাশাপাশি রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ ও দেশের বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব শ্রদ্ধাজ্ঞাপন করেছেন গান্ধীজিকে । রাজঘাট ও বিজয়ঘাটে মাল্যদান করেন কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধী ও ভাইস প্রেসিডেন্ট ভেঙ্কইয়া নাইডু ও লোকসভার স্পিকার ওম বিরলা।

নরেন্দ্র

নিজের টুইটার হ্যান্ডেলে মহাত্মা গান্ধীকে শ্রদ্ধা জানিয়ে প্রধানমন্ত্রী মোদি লেখেন, ‘জন্মজয়ন্তীতে মহাত্মা গান্ধীকে শ্রদ্ধাজ্ঞাপন করছি। পূজ্য বাপুর জীবন ও আদর্শ দেশের পরবর্তী প্রজন্মকে তাদের কর্তব্যের পথে হাঁটতে উত্‍সাহিত করবে। গোটা বিশ্বে তাঁর আদর্শ আজ লক্ষ লক্ষ মানুষকে শক্তি যোগাচ্ছে।’

এদিন লালবাহাদুর শাস্ত্রীকেও শ্রদ্ধা জানিয়ে প্রধানমন্ত্রী টুইট করেন, ‘দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী লালবাহাদুর শাস্ত্রীর জন্মদিনে তাঁকে শত শত প্রণাম জানাই। মূল্যবোধ উপর নির্ভর তাঁর জীবন সবসময় দেশের জনতাকে অনুপ্রেরণা দেয়।’